Forums.Likebd.Com

Full Version: বাংলালিংক গ্রাহক বাড়াতে ডাবল সীম
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাংলালিংকের
ছাতা খাটিয়ে ফ্রি সিম বিলাতে শুরু করেছে অপারেটরটি।
তৃতীয় গ্রাহক সেরা অপারেটরটি একই সঙ্গে ২০ টাকায়
গ্রাহকের পছন্দ মতো সিম বানিয়ে নেওয়ার সুবিধাও চালু
করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে এ ধরণের
অসংখ্য ছাতা দেখা যাচ্ছে। আবার আগ্রহী গ্রাহকের ভিড়ও
সেখানে লেগেই থাকছে।
খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত
গ্রাহক বাড়াতেই তারা এই কৌশল নিয়েছে।
বিক্রেতারা জানান, ফ্রি সিম দিলেও অন্তত ২০ টাকা রিচার্জ না
করলে সিমটি চালু হচ্ছে না। তবে ফ্রি’র ক্ষেত্রেও ছবি
এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে আঙ্গুলের
ছাপ মিলিয়ে নিবন্ধন করা হচ্ছে বলেও জানান তারা।
অন্যদিকে সিমের নম্বর মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে
সর্বোচ্চ শেষ ছয়টি নম্বর মিলিয়ে নেওয়ার সুযোগ
পাচ্ছেন গ্রাহকরা। তবে বাড়তি নম্বর মিলিয়ে নিতে গেলে
তার জন্যে বাড়তি খরচ করতে হচ্ছে গ্রাহককে।
এর আগে বাংলালিংক অন্য অপারেটরদের নম্বরে ফোন
করে সেই নম্বরের সঙ্গে মিলিয়ে নম্বর বিক্রির অফার
চালু করে।
এদিকে গত নভেম্বর মাসেও রবি এবং এয়ারটেলের
একীভূতিকরণ উপলক্ষ্যে বিশেষ অফার হিসেবে কেউ
রবির সিম কিনলে তাকে এয়ারটেলের সিম ফ্রি দেয়
অপারেটরটি।
একইভাবে এয়ারটেলের সিম কিনলে রবির একটি সিম বাড়তি
দেওয়া হয়। অফারটি নাম তারা দেয় জোড়া সিম অফার।