Forums.Likebd.Com
এক সাথে ১০ টি ভালবাসার এসএমএস - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+---- Thread: এক সাথে ১০ টি ভালবাসার এসএমএস (/showthread.php?tid=1145)



এক সাথে ১০ টি ভালবাসার এসএমএস - naimislam - 02-05-2017

বন্ধুরা, তাহলে এবার শুরু করা যাক নতুন নতুন বাংলা
sms এর পালা : –
*
* হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি
কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব
তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
*
* তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম
ভাংগাতে। তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি
দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন
কাদে? “তোমার মন খারাপ বলে। তুমি কি
জান তোমাকে সবাই পছন্দ করে কেন?
“তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত
ভালো কেন? “তুমি আমার “প্রাণের
চেয়ে বন্ধু” বলে।
*
* শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো
পুরন করো, নতুন ভালো স্বপ্ন
দেখো, আমার কথা মনে রেখ।
*
* আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি
বিল। নদী বলে তুমি সিমাহীন। চাঁদ বলে
তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে
তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন
আছ?”
*
* বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মানে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু
মানে হালকা হেসে চোখের
কোনের জল। বন্ধু মানে মনে পরলে
একটা ছোট কল।
*
* কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষনিকের হয়। কিছু
ব্যাথা কিছু সৃষ্টি, ভুলার নয়। কিছু মানুষ কিছু
বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
*
* নতুন আশা, নতুন প্রান। নতুন সুরে, নতুন
গান। নতুন ঊষার, নতুন আলো। নতুন বছর
কাটুক ভালো।……….শুভ নববর্ষ……..
*
* জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল
কখনো নীল। কখনো মুক্ত পাখির
মতো। কখনো আবার চুপসে যাওয়া
ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ।
থেকে যায় শুধু অনাবিল সূখ।
*
* নীল নীলিমায় দূরে কোথায় মন যে
হারায় ব্যাকুলতায় মনে পরে যায়। একটা কথাই
শুধু মন জানতে চায় অবেলায় অবসরে
মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
*
* ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ
কল দিও, ক্লান্ত দুপুরে মনে পরলে
এসএমএস করিও, গভীর নিঝুম রাতে যদি
ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প
শুনাব, কেমন!!!!!!
*
*আরো ভালো এসএমএস পেতে likebd এর সাথে থাকুন