Forums.Likebd.Com
রোগ নিরাময় হয় কোন দোয়া পড়লে ? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: আল-হাদিস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=31)
+---- Thread: রোগ নিরাময় হয় কোন দোয়া পড়লে ? (/showthread.php?tid=1224)



রোগ নিরাময় হয় কোন দোয়া পড়লে ? - Hasan - 02-12-2017

অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন: কোন দোয়া বা কোন সুরা বেশি বেশি পড়লে রোগ নিরাময় হয়?

উত্তর: রোগ নিরাময়ের জন্য অনেক দোয়াই রয়েছে। রাসুল (সা.) অনেক দোয়ার কথা উল্লেখ করেছেন। ‘ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি’ এটাও পড়তে পারেন। যেসমস্ত দোয়া রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন সেগুলোও পড়তে পারেন। ‘রাব্বি আন্নি মাস্‌সানিয়াদ দুর্‌রু, ওয়াআন্তা আরহামুর রাহিমিন’ এটা পড়তে পারেন।

তবে সুনির্দিষ্ট কোনো সুরার কথা রাসুল (সা.) হাদিসে বলে যাননি বা উল্লেখ হয়নি যে, এই সুরা পড়লে রোগ নিরাময় হবে। কোরআনে কারিম তেলাওয়াত করুন, তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন যে আল্লাহ সুবাহানাহুতায়ালা রোগ নিরাময়ের ব্যবস্থা করে দিচ্ছেন।