Forums.Likebd.Com
হিন্দু ছেলে কী মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে, আইন কী বলে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: প্রশ্ন-উত্তর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=122)
+---- Thread: হিন্দু ছেলে কী মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে, আইন কী বলে? (/showthread.php?tid=1961)



হিন্দু ছেলে কী মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে, আইন কী বলে? - Hasan - 02-20-2017

উত্তর
বিশেষজ্ঞের উত্তর ১:

সাধারণত হিন্দু বা অন্য ধর্মের কেউ কোনো মুসলিমকে বিয়ে করতে চাইলে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে মুসলমান হয়েই বিয়ে করে থাকে। তবে কেউ যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে বিয়ে করতে চায় সেক্ষেত্রে একজন আইনজীবীর সহায়তা নিয়ে ১৮৭২ সালের দ্যা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর আওতায় বিয়ে করতে পারবে।

পরামর্শ দিয়েছেন :

খন্দকার হাসান শাহ‌রিয়ার

এড‌ভো‌কেট

বাংলা‌দেশ সুপ্রীম কোর্ট

চেম্বারের ঠিকানা : ফ্ল্যাট নং‌ # ৭/‌ডি, শেল‌টেক সি‌য়েরা, ২৩৬ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা~১২০৫