Forums.Likebd.Com
আলোটা জ্বেলেই দেখতে পার - গোপাল ভাঁড়ের গল্প - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: হাসির গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=48)
+---- Thread: আলোটা জ্বেলেই দেখতে পার - গোপাল ভাঁড়ের গল্প (/showthread.php?tid=214)



আলোটা জ্বেলেই দেখতে পার - গোপাল ভাঁড়ের গল্প - Hasan - 01-10-2017

একদিন মহারাজ গোপালকে বললেন, ওহে গোপাল! কাল খুব ভোরে দরবারে আসো একটা জরুরী পরামর্শ আছে, গোপাল সম্মতি জানিয়ে বাড়ি ফিরে এলো।



রাত্রে আহারাদির পর গোপাল স্ত্রীকে বলল, খুব ভোরে রাজ-বাড়ি যেতে হবে। সে যেন খুব ভোরে তাকে ডেকে দেয়।



দৈবক্রমে সেদিন খুব ভোরেই গোপালের ঘুম ভেঙ্গে গেল আপনা থেকেই। সে তখন স্ত্রীকে ধাক্কা দিয়ে তুলে বলল, বাইরে বেরিয়ে দেখ তো সূর্য উঠলো কি না।



স্ত্রী চোখ ঘষতে ঘষতে বাইরে থেকে ঘুরে এসে বলল চারিদিকে অন্ধকার। কি করে সূর্য দেখব।



গোপাল বলল, অন্দ্বকারে যদি দেখতে না পাও, আলোটা জ্বেলে দেখলেই তো পার।