Forums.Likebd.Com
কম্পিউটার এর কিছু টিপস ও সমস্যার সমধান নিয়ে নিন। - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: কম্পিউটার এর কিছু টিপস ও সমস্যার সমধান নিয়ে নিন। (/showthread.php?tid=2203)



কম্পিউটার এর কিছু টিপস ও সমস্যার সমধান নিয়ে নিন। - Maghanath Das - 02-22-2017

কম্পিউটার এর কিছু টিপস ও সমস্যার সমধান নিয়ে নিন।
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন।
সালাম সবাইকে আসা করি ভালো আছেন সবাই। আজকে
আমি কম্পিউটার এর বেশ কিছু টিপস শেয়ার করছি আমি
আসা করছি এই টিপস গুলো অনেকের অবশ্যই কাজে আসবে
সেভ করে রেখে দিন দেখবেন কোন একদিন কাজে আসবে
কারন এখানে বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে
যা কম্পিউটার ব্যবহার করতে গেলে আমাদের জানা থাকা
উচিত সকলের।
pc tricks কম্পিউটার এর কিছু টিপস ও সমস্যার সমধান
অবশ্যই দেখুন
পেনড্রাইভ বন্ধ-চালুর খেলা
পেনড্রাইভের মাধ্যমেই সাধারণত কম্পিউটারে ভাইরাসের
সংক্রমণ হয়। এ সমস্যা থেকে বাঁচতে কম্পিউটারে
পেনড্রাইভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে।
প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ
সেভেন অপারেটিং সিস্টেমে সুবিধাটি রয়েছে। পেনড্রাইভ
Disable করতে
* প্রথমে Start থেকে run -এ গিয়ে regedit লিখে এন্টার
চাপলে Registry Editor উইন্ডো খুলবে।
* এখান থেকে HKEY ^ LOCAL ^ MACHINE SYSTEM –
> CurrentControlSet – > services – > USBSUOR এ
যান।
* Start ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে
দিন। তাহলে আপনার পিসিতে আর কোনো পেনড্রাইভ কাজ
করবে না।
* আবারও পেনড্রাইভ Enable করতে Start-এ ভ্যালু 3
করুন।
* আবার কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করা যাবে।সমস্যা
যখন
ড্রাইভারে_________________________________________
অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে কম্পিউটারে অনেক
সময় ড্রাইভারের সমস্যা হয়। ড্রাইভারের আপগ্রেড
সংস্করণও অনেক সময় পাওয়া যায় না। এ ক্ষেত্রে ‘ড্রাইভার
ডক্টর’ সফটওয়্যার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়।
* www.devicedoctor. com/device-doctor-
download.php থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড
করা যাবে।
* সফটওয়্যারটি ইনস্টল করার পর Device Doctor-এর
Open & Scan বাটনে ক্লিক করতে হবে।
* এটা স্বয়ংক্রিয়ভাবে সব ড্রাইভার স্ক্যান করে একটি
তালিকা তৈরি করবে এবং প্রয়োজনীয় আপডেট ফাইলগুলো
ডাউনলোড করবে।
* একেকটি ড্রাইভার আপডেট করার পর কম্পিউটারটি
রিস্টার্ট করতে হবে। এভাবে ড্রাইভার সমস্যা দূর করা যাবে।
স্টার্টআপ এবং শাটডাউন শব্দের
ম্যাজিক_________________________________________
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটার স্টার্টআপ
এবং শাটডাউন হওয়ার সময় একটি নির্দিষ্ট শব্দ হয়।
সেটিংস পরিবর্তন করে এ শব্দ পরিবর্তন করা সম্ভব। তবে
স্টার্টআপ বা কম্পিউটার শাটডাউনে যে শব্দ ব্যবহার করতে
চান, তা .WAV ফরম্যাটের অডিও ফাইল হতে হবে। অন্য
কোনো অডিও ফাইল ফরম্যাটে থাকলে এটা কনভার্টার
ব্যবহার করে .WAV ফরম্যাটে রূপান্তর করে নেওয়া যাবে।
ফাইল রূপান্তর শেষে পছন্দের .WAV ফাইল দুটি Windows
XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ
করতে হবে। এরপর c ড্রাইভে গিয়ে windows ফোল্ডার খুলে
media ফাইলে গিয়ে অডিও ফাইল Windows XP Startup
ও Windows XP Shutdown রিপ্লেস করতে হবে। এবার
কম্পিউটার স্টার্টআপ এবং শাটডাউনের সময় ব্যবহারকারীর
ইচ্ছামতো শব্দ বা গান বাজবে।ভার্চুয়াল মেমোরি
পরিষ্কার_________________________________________
কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহারের সময়
অনেকগুলো পেইজ ফাইল (Page File) তৈরি হয়। এগুলো
কম্পিউটারে জমা হয়ে র্যামের গতি কমিয়ে দেয়। গতি কমে
যায় কম্পিউটারেরও। চাইলে কম্পিউটার বন্ধ করার সময়
স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো মুছে ফেলতে পারেন।
* এ জন্য Start থেকে control panel-এ গিয়ে
Administrative Tools- > Local Security Policy- >
Security Settings- > Local Policies- > Security
Options-এ যান।
* ডান পাশের Shutdown:Clear virtual memory page
file এ ডাবল ক্লিক করুন এবং Enable করে OK দিয়ে বের
হয়ে আসুন।
* এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page
file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
* এ ছাড়া Start থেকে run-এ গিয়ে Tree লিখে Enter
চাপলেও Ram-এর গতি কিছুটা বাড়বে।
* কাজটি কিছুদিন পর পর করলে কম্পিউটারের গতি ঠিক
থাকবে।