Forums.Likebd.Com
বদনজর থেকে বাঁচাতে শিশুদের ঝাড়ফুঁক করা যাবে কি? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: ইসলামি বিধান (http://forums.likebd.com/forumdisplay.php?fid=32)
+---- Thread: বদনজর থেকে বাঁচাতে শিশুদের ঝাড়ফুঁক করা যাবে কি? (/showthread.php?tid=2604)



বদনজর থেকে বাঁচাতে শিশুদের ঝাড়ফুঁক করা যাবে কি? - Hasan - 03-12-2017

প্রশ্ন : বাচ্চারা ভূমিষ্ঠ হলে দেখা যায় এক-দেড় বছর পরে তাঁরা ফুটফুটে হয়, দুষ্টামি করে। তখন বদনজর থেকে বাঁচার জন্য অনেকেই বলে যে কোনো কবিরাজ দেখাও বা ঝাড়ফুঁক দাও বা তাবিজ ব্যবহার করো। এগুলো জায়েজ আছে কি?



উত্তর : না। এগুলো হারাম এবং শিরকি কাজ। সুতরাং যদি আপনারা এ কাজ করেন, তাহলে শিরকির মধ্যে লিপ্ত থাকলেন। হারাম কাজে লিপ্ত থাকলেন। এটি জায়েজ নেই।



এর জন্য রাসূল (সা.) শিক্ষা দিয়েছেন কিছু পদ্ধতি। সেই পদ্ধতিগুলো জানার চেষ্টা করুন।