Forums.Likebd.Com
[Exclusive] Batch Programming এর শুরুর কথা... (পর্ব ১) - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: [Exclusive] Batch Programming এর শুরুর কথা... (পর্ব ১) (/showthread.php?tid=2847)



Batch Programming এর শুরুর কথা... (পর্ব ১) - Muntasir - 04-19-2017

আমি মুনতাসির রহমান। 
নতুন এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সু-স্বাগতম। টিউটোরিয়াল টির টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে টিউটোরিয়াল টি কি নিয়ে।  এই টিউটোরিয়াল টি কি নিয়ে আর কেন এই টিউটোরিয়াল টি শুরু করতে যাচ্ছি তার জন্যে প্রথমত কিছু প্রশ্ন উত্তর জেনে নেয়া ভালো। আমরা না হয় পরের পর্ব থেকে শুরু করবো ব্যাচ শেখা। কিন্তু তার পূর্বে এই  প্রশ্ন গুলোর উত্তর জেনে নিলে আশা করছি বুঝতে পারবেন যে এই টিউটরিয়াল টি আপনার জন্যে কি না...   

তাহলে শুরু করা যাক 



Code:
@echo off
REM BATCH TUTORIAL PART 01 ;)
echo Hello World!
msg * Welcome to BATCH Programming!
pause


প্রথম প্রশ্নঃ টিউটরিয়াল টি কোন বিষয়ের উপর ?
উত্তরঃ টিউটোরিয়াল টি মূলত উইন্ডোজ কমান্ড লাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ "BATCH" এর উপর।

দ্বিতীয় প্রশ্নঃ কাদের জন্যে কোর্সটি?
উত্তরঃ কোর্সটি সবার জন্যে উন্মুক্ত এবং কোর্সটির জন্যে আপনার বয়স কমপক্ষে ১২ হলে ভালো হয়।

তৃতীয় প্রশ্নঃ কোর্সটি করার জন্যে কি কি লাগবে?
উত্তরঃ একটা কম্পিউটার, কম্পিউটার চালু করার দক্ষতা , ইন্টারনেট কানেকশন(বিশেষ কারণ বশত) আর একটু ধৈর্য।

চতুর্থ প্রশ্নঃ আমি তো জানিই না ব্যাচ/BATCH কি। আমি কি কোর্সটি করতে পারবো?
উত্তরঃ আরে আপনিই তো উপযুক্ত কোর্সটি করার জন্যে। অর্থাৎ আপনি যদি না জেনে থাকেন ব্যাচ কি তাহলে আপনিই উপযুক্ত শিক্ষার্থী এই কোর্সটি করার জন্যে। যারা জানেন বা যারা প্রোফেশনাল এই ব্যাচ এর উপর তাদের দ্বারা এই কোর্সটি না করাটাই ভালো। কারণ এখানে ব্যাচ এর বেসিক তুলে ধরা হবে। কিন্তু প্রোফেশনাল রা অবশ্যই কোর্সে উল্লিখিত টুলস বা সফটওয়্যার গুলো ব্যাবহার করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না।

পঞ্চম প্রশ্নঃ আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি। তাহলে আমার কি দরকার আছে এই কোর্সটি করার?
উত্তরঃ ভাই/আপু আপনি কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন আর না পারেন সেটা জেনে আমার কাজ নেই। এই কোর্সের উপকারিতা সব ক্ষেত্রেই কাজে আসবে। কারণ আপনি যদি একজন প্রোগ্রামার হোন তাহলে আপনার প্রোগ্রামিং এর ডিবাগিং এর জন্যে ব্যাচ উপকারে আসবে। আপনি যদি একজন ডেভলপার হোন তাহলেও ব্যাচ আপনার উপকারে আসবে। আপনি যদি একজন হ্যাকার হোন তবে ব্যাচ এর উপকারিতার অভাব নেই। আপনি যদি একজন পেনিট্রেশন টেস্টার হোন তবেও ব্যাচ অনেক কাজে আসবে। তাই যতগুলো প্রোগ্রামিং ভাষা আপনার জানা থাকবে তত আপনার দক্ষতা বাড়বে। আর তত আপনি জানতে পারবেন আর নিজের কাজটাকে সামনে এগিয়ে নিতে পারবেন। জি! আপনি অন্যান্য ভাষা জানেন তাহলে সুবিধা এতটুকুই যে আপনি সাধারণ দের থেকে একটু ভালো আর তাড়াতাড়ি বুঝবেন।

ষষ্ঠ প্রশ্নঃ আমি কিছুই জানি না। আমি কি কোর্সটা করতে পারবো?
উত্তরঃ জি! পারবেন।

সপ্তম প্রশ্নঃ কোর্সটি কি ফ্রি?
উত্তরঃ আজ্ঞে হ্যা। ফ্রি না হলে এভাবে কোর্স টি দিতাম না।

অষ্টম প্রশ্নঃ কোর্সটা শেষ করার পর কি কাজে আসবে?
উত্তরঃ কি কাজে আসবে সেটা আপনার উপর নির্ভর করবে। কারণ আমি অনেক মানূষকেই দেখেছি যারা "হ্যাকিং শিখবো, হ্যাকিং শিখবো" করে কান্নাকাটি শুরু করে। শেখানোর পরে তারা হয় এই শিক্ষা কোনো কাজেই লাগায় না নয়তো কোনো খারাপ কাজে ব্যাবহার করে। তাই কি কাজে আসবে সেটা আপনার উপর নির্ভর করবে। তবে আপনি যদি কোর্সটার শেষ পর্যন্ত যেতে পারেন আমার সাথে আর আমি যেভাবে এগুবো, যেসব টুলস এর কাজ দেখাবো আর যেসব বোঝাবো সেভাবে যদি চলতে পারেন তবে আশা করি আপনি শেষমেষঃ
  • যেকোনো ধরনের ব্যাচ গেইম তৈরী করতে পারবেন। :)
  • যেকোনো ধরনের ব্যাচ টুলস তৈরী করতে পারবেন। :)
  • নিজের তৈরি করা টুলস গুলো কীভাবে কাজে লাগাতে হয় জানতে পারবেন। :(
  • সেগুলোর মার্কেটিং করতে পারবেন। :angel:
  • ভাইরাস তৈরী করতে পারবেন। :P
  • ট্রোজান তৈরী করতে পারবেন। :P
  • কী-লগার তৈরী করতে পারবেন। :P
  • ওয়ার্ম তৈরী করতে পারবেন। :P
  • ব্যাচ কে হ্যাকিং এ কাজে লাগাতে পারবেন। :cool: :huh: :blush:
  • ইত্যাদি ইত্যাদি...। :P
তাই অপেক্ষা করূন আর চালিয়ে যান আমার সাথে।   :heart: 


আজ এতটুকু অবধিই থাক। পরের দিন সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। :) 

আর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন।

নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা
ফেসবুকে আমি আছি। ওখানে টেক্সট করতে পারেন। ফেসবুকে আমি :)
অথবা মেইল করতে পারেন ইমেইল করতে পারেন এখান থেকে :)


খুব শীঘ্রই আসছি টিউটোরিয়াল নিয়ে।
ভালো থাকবেন
ভালো রাখবেন।

শুভ রাত্রী  ;)


RE: Batch Programming এর শুরুর কথা... (পর্ব ১) - Hasan - 04-19-2017

অনেক ধন্যবাদ, এতো সুন্দর পোস্টের জন্য


RE: Batch Programming এর শুরুর কথা... (পর্ব ১) - Muntasir - 04-20-2017

(04-19-2017, 08:43 AM)Hasan Wrote: অনেক ধন্যবাদ,  এতো সুন্দর পোস্টের জন্য

স্বাগতম ভাইজান :Smile