Forums.Likebd.Com
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০২] :: ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন খুব সহজে কোনো রকম জামেলা - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: কোডিং (http://forums.likebd.com/forumdisplay.php?fid=18)
+---- Forum: Wordpress (http://forums.likebd.com/forumdisplay.php?fid=121)
+---- Thread: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০২] :: ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন খুব সহজে কোনো রকম জামেলা (/showthread.php?tid=3073)



ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০২] :: ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন খুব সহজে কোনো রকম জামেলা - bdyousufctg - 06-22-2017

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি

সবাই ভাল আছেন? আমিও মহান আল্লাহ্ তা’আলার অশেষ

রহমতে ভাল আছি ।

ওয়ার্ডপ্রেস চেইন টিউটোরিয়াল [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস নিয়ে সাধারণ আলোচনা করলাম সবাইকে দেখার অনুরোধ রইলো।
আমি গত পর্বে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রাথমিক আলোচনা

করেছিলাম । আজ আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস

ইন্সটল করা যায় । অর্থাৎ, আজ থেকেই আপনাকে

ওয়ার্ডপ্রেস নিয়ে কাজে নেমে পড়তে হবে । আপনি

সাধারণত দুই ভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন ।

একটি পদ্ধতি হচ্ছে লোকাল কম্পিউটার এ এবং অন্য

পদ্ধতি হচ্ছে ওয়েব সার্ভার এ । আপনি যদি শুধু মাত্র

শেখার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার ইন্সটল করতে চান

তাহলে আপনি লোকাল কম্পিউটার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল

করতে পারেন । আর যদি ওয়েবসাইট এ ওয়ার্ডপ্রেস ব্যবহার

করতে চান তাহলে আপনি ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস

ইন্সটল করবেন । ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার

কয়েকটি পদ্ধতি রয়েছে । এর মধ্যে আমরা সবেচেয়ে সহজ

পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা শিখব । তবে,

আপনাদের জন্য সবকয়টি পদ্ধতি শিখে রাখা জরুরী । আমি

শুধুমাত্র নতুনদের কথা ভেবে এই টিউটোরিয়ালটি লিখছি ।

কেননা, আমার টিউটোরিয়ালটি মূলত তাঁদের জন্য যারা

ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানে না । তাই,

আপনাদের কাছে সহজ পদ্ধতিটি আলোচনা করছি । বেসিক

ওয়ার্ডপ্রেস শেখার পর নিজ দায়িত্বে সবকয়টি পদ্ধতি

জেনে নিবেন । যাইহোক বেশি কথা বলে ফেলেছি ।

এবার মূল আলোচনায় ফিরে আসি ।
আমি এখন আলোচনা করবো কিভাবে সফটাকালাস

(Softaculous) দিয়ে ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল

করবেন । ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য

আপনার ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে । যাইহোক,

আমি ধরে নিচ্ছি আপনার কাছে ডোমেইন এবং হোস্টিং

আছে । এবার আপনি নিচের ধাপসমূহ অনুসরণ করুন;
১ । প্রথমে আপনার Cpanel এ ইউজার নেম এবং পাসওয়ার্ড

দিয়ে লগইন করুন;
[Image: upsells?p=1&continueuri=http%3A%2F%2Ftri...6309126333]
২ । এবার আপনি Cpanel এর হোম পেইজ দেখতে পারবেন ।

Cpanel এর হোম পেইজ থেকে Softaculous Apps Installer

সেকশন টি খুঁজে বের করুন । এখানে আপনি বেশ কিছু

স্ক্রিপ্ট দেখতে পারবেন । এখান থেকে ওয়ার্ডপ্রেস

বাছাই করুনঃ
[Image: upsells?p=1&continueuri=http%3A%2F%2Ftri...6309126333]
৩ । এবার এখান থেকে Install লেখাটিতে ক্লিক করুন;
৪ । এবার আপনি নিচের চিত্রের মত একটি ফর্ম পাবেন ।

এখান এটা কিভাবে পূরণ করবেন তা নিচে আলোচনা

করেছি;
Choose Protocol: এখানে আপনি আপনার ওয়েবসাইটের

প্রোটোকল বাছাই করবেন । যদি Secure প্রোটোকল কিনে

না থাকেন তাহলে http:// নির্বাচন করুন ।
Domain Name: এখানে আপনি আপনার ওয়েবসাইটের

ডোমেইন এর নাম বাছাই করবেন । অর্থাৎ, আপনি কোন

ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান । আপনার ওয়েব

হোস্টিং এ যদি একাধিক ডোমেইন থাকে তাহলে এখান

থেকে বাছাই করতে হবে ।
In Directory: আপনি কোন ডাইরেক্টরিতে ওয়ার্ডপ্রেস

ইন্সটল করতে চান তা লিখে দিন । যদি সরাসরি আপনার

ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তাহলে এটা

খালি রাখুন । সাধারণত এখানে wp ডিরেক্টরি দেওয়া

থাকতে পারে । এটা মুছে ফেলুন । আর যদি আপনি চান

তাহলে wp ডিরেক্টরিতেও ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে

পারেন ।
Database Name: এখানে আপনি যে ডাটাবেজ এ

ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান সেই ডাটাবেজ এর নাম

লিখুন । যারা এ সম্পর্কে তেমন কিছু না বুঝেন তাহলে

এখানে হাত দেওয়ার দরকার নেই ।
Table Prefix: এখানে আপনি টেবিল প্রেফিক্স এর নাম

লিখুন । যারা এ সম্পর্কে তেমন কিছু না বুঝেন তাহলে

এখানে হাত দেওয়ার দরকার নেই ।
Site Name: এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখুন ।

এখানে আপনি যে নাম লিখবেন তা ওয়েবসাইটের এর

হেডার এ প্রদর্শিত হবে ।
Site Description: এখানে আপনার ওয়েবসাইটের বর্ণনা লিখুন ।
Admin Username: আপনার ইউজারনেম লিখুন যেটা দিয়ে

আপনি এডমিন প্যানেল এ লগইন করবেন । এখানে admin

লেখা থাকবে, তবে এটা ব্যবহার না করাই উত্তম । কেননা,

এতে আপনার ওয়েবসাইট নিরাপদ থাকবে ।
Admin Password: আপনার পাসওয়ার্ড লিখুন যেটা দিয়ে

আপনি এডমিন প্যানেল এ লগইন করবেন । পাসওয়ার্ড এর

গুরুত্ব আপনারা মুটামুটি সবাই জানেন । এখানে pass লেখা

থাকবে, তবে এটা ব্যবহার না করে একটি শক্তিশালী

পাসওয়ার্ড ব্যবহার করুন । কেননা, এতে আপনার ওয়েবসাইট

নিরাপদ থাকবে ।
Admin E-mail: এখানে আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন ।

উপরের সব কাজ যথাযথভাবে সম্পাদন করে থাকলে এবার

Insall বাটনে ক্লিক করুন । তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল হওয়া

শুরু করবে । এখানে একটু অপেক্ষা করতে হবে । ইন্সটল

কমপ্লিট হলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;

আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়েছে! এবার আপনি

চাইলে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং

এডমিন প্যানেল এ প্রবেশ করতে পারেন । এরপর আমরা

এডমিন প্যানেল সম্পর্কে জানবো । আজকের ওয়ার্ডপ্রেস

এর উপর ধারাবাহিক চেইন টিউন এখানেই শেষ করছি ।

আগামী পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল

সম্পর্কে জানবো । আগামী টিউটোরিয়ালটি খুব শীঘ্রই

পেয়ে যাবেন – ইনশাল্লাহ্ ।
আশা করি আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন ।

আজকের টিউটোরিয়ালটি বুঝতে কোন অসুবিধা হলে

অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে কোন সমস্যা হলে

আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন ।
আর screenshot সহ দেখতে এখানে ক্লিক করুন