Forums.Likebd.Com
কেন অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় আজকে যানাবো … - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: অনলাইন আয় (http://forums.likebd.com/forumdisplay.php?fid=8)
+---- Thread: কেন অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় আজকে যানাবো … (/showthread.php?tid=3092)



কেন অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় আজকে যানাবো … - হার্ট ইঞ্জিনিয়ার সোহাগ - 06-25-2017

আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় কেন আশা করি পোস্ট এর টাইটেল টা পড়েই বুঝতে পেরেছেন কি নিয়ে পোস্ট করেছি যাই হোক অনেক পেচাল পারলাম এবার কাজ এর কথাই আসি। অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় কেন আমরা অনেক সময় এটিকে খুব যত্নসহকারে ইউজ করি কারণ অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হলে মনটা অনেক খারাপ লাগে সেটা কারো লাগে কিনা যানিনা বাট আমার মনটা অনেক খারাপ হয়ছিলো সেটার জন্যই আজকে আমার এই পোস্ট। এবার বলি মেইন কথা আমরা অনেকে একই কম্পিউটারে একাধিক অ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করে থাকি । এটা করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু তা ও আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই একই ডিভাইসে একাধিক অ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করার কারনে অনেক সময়ই অ্যাডসেন্স একাউন্ট নষ্ট হয়। আমি বলব আপনি একাধিক একাউন্ট ইউজ করুন কিন্তু সব সময় চেষ্টা করবেন ব্রাউজার ওপেন করে ব্রাউজারের incognito মোড ব্যবহার করতে। তাহলে আসা করি সমস্যা হবে না। অনেকে আবার এ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করেন। এটি ইউটিউবে বেশি দেখা যায় যে তাতে আবার অ্যাডসেন্স ও এ্যাড করা আছে। এ্যাডাল্ট বলতে যা একদম খারাপের শেষ দিক এটা অ্যাডসেন্স সমর্থন করে না ওরা এটা সাপোট করেনা ফলে ইউটিউব চ্যানেল আর অ্যাডসেন্স দুটই হারাবেন। আপনি যদি খুব কম পরিমানেও এ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করেন তা ও আপনার চ্যানেল আর অ্যাডসেন্সের কোন গ্র্যান্টি নেই। একবারে না হলেও ধাপে ধাপে হারাবেন সেটা আমি জানি। কিছু কিছু লোক আছে যাদেরকে এক্সচেঞ্জার হিসেবে ডাকা হয়। তারা নিজেরাই এই নাম ব্যবহার করেন। যাতে করে অন্য তাদের মত যারা আছে তারা তাকে দেখে যেন চিনতে পারে। এদের কাজ হচ্ছে নিজেদের মধ্যে অ্যাডসেন্স একাউন্ট এ ক্লিক ,ভিউ বিনিময় করা। কেউ কেউ এফবিতে পারসোনাল ম্যাসেজ করে এই এক্সচেঞ্জ করে। আবার কেউ কেউ গ্রূপ করে কাজ করে। এতে প্রচুর ইনকাম। তবে আমার মতে এটা তো বৈধ নয়। এটা করে অনেক মানুষ প্রচুর কামাই করছে। তবে অনেক সময় দেখা যায় তাদের একাউন্ট ডিসবেল হয়ে থাকে। কারন অ্যাডসেন্স অবৈধ ক্লিক সমর্থন করে না। সব চেয়ে বড় সমস্যা যেটা তা আমরা জানি না কিভাবে আমরা এর থেকে মুক্ত পাবো। এই সমস্যাটার কথা আমরা সবাই জানি। অন্যকে মানা করি কিন্তু সেটা আমরা নিজেরাই মানি না। আমরা সব চেয়ে কপি পেষ্টের কাজটাই ভাল পারি। আমাদের চিন্তা ভাবনা এমন যে কি ভাবে অন্যর টা কপি করব আর নিজের চ্যানেলে ব্লগে ছাড়ব। আহ কি সুন্দর ইনকাম হবে। ভুলেও এই কথা ভাববেন না ভাবলে আপনার বাশ। কারন গুগল আপনাকে সোজা আকাশে পাঠাবে তখন বুঝবেন কি জ্বালা। ইউটিউব চ্যানেল হলে ইস্টাইক আর ব্লগ বা ওয়েব সাইট হলে সার্চ ইঞ্জিনের শেষ মাথায়। বাটি চালান দিয়েও আপনার সাইটটি সার্চ ইঞ্জিনের কোথাও খুজে পাবেন না। পরে দুটই যাবে। তাই কোনো রকম চেষ্টাই করবেন না কপি পেষ্ট করার। সব সময় একটি অ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করতে চেষ্টা করুন। প্রয়োজনে একাধিক ও অনেক ইউটিউব একাউন্ট এবং ব্লগ খুলুন। কপি পোস্ট বাদ দিন। নতুন চিন্তা ভাবনা থেকে কাজ করুন। আশা করি আপনি বড় কিছু করতে পারবেন সামনে আগাতে পারবেন।



সবার আগে সব সময় নিত্য নতুন টিপস এবং ট্রিকস পেতে আমার সাইট ঘুরে আসুন ভালো লাগার গ্যারান্টি দিলাম


RE: কেন অ্যাডসেন্স একাউন্ট ডিসবেল ও ব্যান হয় আজকে যানাবো … - Hasan - 06-26-2017

Nice Post...