The following warnings occurred:
Warning [2] Undefined array key "action" - Line: 1545 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 1545 errorHandler->error_callback
/inc/class_plugins.php 142 avatarep_popup
/global.php 100 pluginSystem->run_hooks
/printthread.php 16 require_once
Warning [2] Undefined variable $captcha - Line: 15 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 15 errorHandler->error_callback
/global.php 587 eval
/printthread.php 16 require_once
Warning [2] Undefined variable $redirect_url - Line: 21 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 21 errorHandler->error_callback
/global.php 587 eval
/printthread.php 16 require_once



Forums.Likebd.Com
মাউস নড়লেও সচল থাকবে স্লিপ মুড - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: মাউস নড়লেও সচল থাকবে স্লিপ মুড (/showthread.php?tid=323)



মাউস নড়লেও সচল থাকবে স্লিপ মুড - Hasan - 01-13-2017

কম্পিউটারের বড় কোনো ফাইল বা মুভি
ডাউনলোডের সময় দীর্ঘক্ষণ অন রাখার প্রয়োজন হয়।
বিদ্যুৎ বা ল্যাপটপের চার্জ সাশ্রয় করতে সে সময়
কম্পিউটারকে স্লিপ মুডে রাখেন অনেকেই।
এক্ষেত্রে মাউসে হঠৎ স্পর্শ লেগে নড়লে আবার
কম্পিউটার সচল হয়ে যায়। অনেকের কাছে এটি
বিরক্তকর মনে হতেও পারে। স্লিপ মুড থেকে
কম্পিউটারকে সচল করতে অনেকে আবার শুধু
কিবোর্ড ব্যবহার করতে চান।
তবে একটি উপায় আছে যখন আপনার কম্পিউটাররের
মাউস স্পর্শ করেও স্লিপ মুডে রাখা যায়। ভাবছেন
কিন্তু কিভাবে! সেই কৌশল তুলে ধরা হলো এই
টিউটোরিয়ালে।
প্রথমে কম্পিউটারের স্টার্ট বা নোটিফিকেশন বার
থেকে সেটিংস অপশনে যেতে হবে।
সেখান থেকে এবার ‘Devices’ অপশনে যান।
ডিভাইস অপশনে গেলে সেখানে বাম পাশের অপশন
থেকে ‘mouse & touchpad’ অপশনে ক্লিক করুন।
ক্লিকে একটি নতুন পেইজ চালু হবে। নতুন পেইজে
‘additional mouse options’ এ ক্লিক করতে হবে।
তাহলে ‘mouse properties’ অপশনটি চালু হবে। সেখান
উপরের ট্যাব থেকে ‘hardware’ অপশনে ক্লিক করতে
হবে।
এবার নিচের দিকে থেকে ’properties’ এ ক্লিক করলে
নতুন আরেকটি পেইজ চালু হবে। সেখান থেকে
‘change settings’ এ ক্লিক করুন।
এরপর নতুন যে পেইজ চালু হবে সেখান থেকে ‘ power
management’ অপশনে ক্লিক করে ‘allow this device to
wake the computer’ এ টিক চিহ্ন তুলে দিয়ে ‘Ok’
অপশনে ক্লিক করুন।
আর সেখান থেকেই আপনি কম্পিউটার স্লিপ মুডে
থাকা অবস্থাতেও মাউস নড়াচড়া করলে তা জেগে
উঠেবে না।