Forums.Likebd.Com
[টিপস] যারা নতুন চাকুরীর প্রস্তুতি শুরু করতে - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: চাকুরির বিজ্ঞপ্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=89)
+---- Forum: চাকুরি প্রস্তুতি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=92)
+---- Thread: [টিপস] যারা নতুন চাকুরীর প্রস্তুতি শুরু করতে (/showthread.php?tid=3300)



যারা নতুন চাকুরীর প্রস্তুতি শুরু করতে - Hasan - 05-30-2018

যারা নতুন চাকুরীর প্রস্তুতি শুরু করতে চান তারা এভাবে রুটিন করতে পারেন —
যারা চাকুরীর জন্য প্রস্তুতি একদম নতুন করে শুরু করতে চান তারা নির্দিষ্ট সময়
লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ুন, এর মাঝে যা পারবেন পড়ে ফেলবেন , সময় নষ্ট করবেন না । আবার সারাদিনই যে পড়তে হবে বিষয়টা এমন নয় । সারাদিন স্টাডি করলেই সফল হওয়া যায় বিষয়টা এমন নয় । আপনাকে কৌশলী হতে হবে । যেভাবে সময়সীমা নির্ধারণ করে স্টাডি শুরু করতে পারেন——-


বাংলা- ৭ দিন
ইংরেজি- ৭ দিন
গণিত- ৭ দিন
বিজ্ঞান ও প্রযুক্তি – ৭ দিন
সাধারণ জ্ঞান বাংলাদেশ- ৭ দিন
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক- ৭ দিন
বুদ্ধিমত্তা- ৫দিন

এভাবে মোটামুটি ৫০ দিনের টার্গেট নিয়ে এর মাঝে যা পারবেন পড়ে ফেলুন । একটি বিষয় পড়া শেষ হলে অন্য বিষয় পড়া শুরু করুন । সময় নষ্ট করবেন না । যা করবেন এই সময়ের মাঝেই শেষ করার চেষ্টা করুন । বেশি ভাবতে যাবেন না, এখানে ভাবুক হৃদয়ের চেয়ে পরিশ্রমী হৃদয় বেশি জরুরী । জাস্ট শুরু করে দিন, বিগত বছরের প্রশ্নগুলো আপনার জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে । চেষ্টা শুরু করুন,বাকিসব পরে ভাববেন, Good luck guys.

Courtesy: Aryan Ahmed (assistant commissioner of taxes)