Forums.Likebd.Com
সুখী দম্পতির কাছ থেকে যা শিখবেন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: সুখী দম্পতির কাছ থেকে যা শিখবেন (/showthread.php?tid=846)



সুখী দম্পতির কাছ থেকে যা শিখবেন - Hasan - 01-16-2017

সত্যিকারের ভালোবাসা পাওয়া যেমন খুব কঠিন, তেমনি ধরে রাখাও মুশকিল। শুধু ভাগ্যের কারণে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে না। এর জন্য একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান থাকা প্রয়োজন। এমন অনেক দম্পতি রয়েছে যাদের সন্তান হওয়ার পর এবং বিবাহিত জীবনের দীর্ঘ সময়ের পরও ভালোবাসা অটুট থাকে। সে সব সম্পর্ক থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়। সুখী দম্পতি থেকে কী কী শিক্ষা নেওয়া যায় তা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ব্রাইটসাইট।
১. সুখী দম্পতিরা কখনো তাদের সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দেয় না।
২. সব সময় একে অপরের প্রতি খেয়াল রাখে। এমনকি যখন সঙ্গী রাগান্বিত অবস্থায় থাকে তখনো উদাসীন হয় না।
৩. সুখী দম্পতিরা একে অপরের ভুলভ্রান্তির প্রতি নজর রাখে। কিন্তু এ নিয়ে বিদ্রূপ করে না।
৪. শুধু বিশেষ কোনো উৎসবে নয়, বরং সুখী দম্পতিরা সব সময় একে অপরকে নিয়ে মেতে থাকে।
৫. যেকোনো কাজের জন্য ভূয়সী প্রশংসা করে এবং উৎসাহ প্রদান করে।
৬. ভালোবাসার মানুষটির পছন্দ, শখকে নিজের মতো করে আপন করে নেয়।
৭. শত ব্যস্ততার মাঝেও একে অপরকে যথেষ্ট সময় দেয়।
৮. সব সময় একে অপরের পাশে থাকে এবং সহযোগিতা করে।