Forums.Likebd.Com
ত্বক উজ্জ্বল করে খেজুর! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: ত্বক উজ্জ্বল করে খেজুর! (/showthread.php?tid=866)



ত্বক উজ্জ্বল করে খেজুর! - Hasan - 01-16-2017

খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন বি৫ রয়েছে, যা ত্বকের বলিরেখা ও রুক্ষতা দূর করে উজ্জ্বল করে এবং ত্বক টানটান করে। এতে ভিটামিন এ ও সি রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক নরম ও মসৃণ করে। তাই যাঁরা চেহারার বয়সের ছাপ দূর করে ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে চান তাঁরা নিয়মিত খেজুরের প্যাক ব্যবহার করুন।
কীভাবে খেজুর দিয়ে প্যাক তৈরি ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
চার-পাঁচটি খেজুর নিন। বিচি ফেলে দিন। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন, কারণ এতে অনেক ময়লা থাকে।
দ্বিতীয় ধাপ
আধা কাপ দুধ চুলায় জ্বাল দিন। পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিন। এর মধ্যে খেজুরগুলো আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।
তুতীয় ধাপ
এবার এর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। এই মিশ্রণ বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না।
চতুর্থ ধাপ
এই মিশ্রণের মধ্যে এক টেবিল চামচ সুজি মিশিয়ে নিন। এবার এর সঙ্গে এক টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল মেশান।
পঞ্চম ধাপ
মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
ষষ্ঠ ধাপ
শুকিয়ে গেলে মুখে অল্প পরিমাণে পানি লাগিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ত্বকে ব্যবহার করুন।