Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সর্বশেষজান্নাতে প্রবেশকারী বকথোপকথন

Googleplus Pint
#1
মুমিন তার পাপের

কারণে জাহান্নামের

আগুনে দগ্ধ

হবে। কিন্তু তার ঈমানের

কারণে এক সময়

সে জান্নাতে যাবে।

জান্নাতে যাওয়ার

পূর্বে আল্লাহ তা‘আলা ও

বান্দার

মধ্যে যে কথোপকথন হবে,

সে সম্পর্কে নিম্নোক্ত

হাদীছ-

আবূ হুরায়রা (রাঃ)

হ’তে বর্ণিত, রাসূল

(ছাঃ) বলেন,

'..তখন আল্লাহ ফেরেশতাদের

আদেশ

করবেন যে,

যারা একমাত্র আল্লাহর ইবাদত

করেছে তাদেরকে জাহান্নাম

হ’তে বের

করে আন।

তখন তারা ঐ সমস্ত লোকদের

কপালে সিজদার চিহ্ন

দেখে চিনতে পারবেন

এবং জাহান্নাম

থেকে বের

করে আনবেন। তাদেরকে এমন

অগ্নিদগ্ধ

অবস্থায়

জাহান্নাম হ’তে বের

করা হবে যে,

তারা একেবারে কয়লা হয়ে যাব

তখন

তাদের উপর

হায়াত দান

করা পানি ঢেলে দেওয়া হবে।

এতে তারা এমনভাবে সজীব

হয়ে উঠবে,

যেমন কোন

বীজ পানির স্রোতের ধারে সজীব

হয়ে উঠে।

সে সময় জাহান্নাম

হ’তে সর্বশেষ

জান্নাতে প্রবেশকারী এক

ব্যক্তি জান্নাত ও

জাহান্নামের

মাঝে থেকে যাবে, যার

মুখ

হবে জাহান্নামের দিকে।

সে বলবে,

হে আমার

প্রতিপালক! জাহান্নামের দিক

হ’তে আমার

মুখখানা ফিরিয়ে দিন। কারণ

জাহান্নামের

উত্তপ্ত

হাওয়া আমাকে অত্যধিক কষ্ট

দিচ্ছে এবং তার

অগ্নিশিখা আমাকে দগ্ধ

করে ফেলছে।

তখন আল্লাহ

বলবেন, তুমি যা চাচ্ছ

তা দিলে আর অন্য

কিছু

চাইবে কি? তখন সে বলবে, আপনার

সম্মানের কসম

করে বলছি, আমি আর কিছুই চাইব না।

আর

সে আল্লাহর ইচ্ছাতেই এ

প্রতিশ্রুতি প্রদান

করবে।

তখন আল্লাহ তার

মুখকে জাহান্নামের

দিক

হ’তে ঘুরিয়ে দিবেন।

যখন সে জান্নাতের দিকে মুখ

করবে এবং তার

চাকচিক্য ও শ্যামল দৃশ্য

দেখতে পাবে,

তখন

আল্লাহ

যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ

চুপ

থাকবে।

তারপর বলবে, হে আমার

প্রতিপালক!

আমাকে জান্নাতের

দরজা পর্যন্ত

নিয়ে যান। এ

কথা শুনে আল্লাহ বলবেন,

তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে,

তুমি একবার

যা চেয়েছ তাছাড়া কখনও আর

অন্য কিছু

চাইবে না।

তখন সে বলবে, হে আমার

প্রতিপালক!

আপনি আমাকে আপনার

সৃষ্টিকূলের

মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্য

করবেন না।

তখন

আল্লাহ বলবেন, আচ্ছা,

তোমাকে যদি এ

সমস্ত কিছু

দেওয়া হয় তাহ’লে কি অন্য আর

কিছু

চাইবে?

সে বলবে, না। আপনার সম্মানের

কসম!

এছাড়া আমি আর কিছুই চাইব না।

সে আল্লাহর

ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান

করবে।

তখন

তাকে জান্নাতের দরজার

কাছে নিয়ে আসা হবে।

এসময় সে তার মধ্যকার আরাম-

আয়েশ ও

আনন্দের

প্রাচুর্য

দেখতে পাবে এবং আল্লাহ

যতক্ষণ

চুপ

রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ

থাকবে।

অতঃপর

সে বলবে, হে আমার প্রতিপালক!

আমাকে জান্নাতে প্রবেশ

করিয়ে দিন।

তখন আল্লাহ

বলবেন, আফসোস হে আদম সন্তান!

তুমি সাংঘাতিক

ওয়াদা ভঙ্গকারী। তুমি কি এ

মর্মে প্রতিশ্রুতি দাওনি যে,

আমি যা কিছু

দিব,

তাছাড়া অন্য আর কিছু

চাইবে না? তখন

সে বলবে,

হে আমার প্রতিপালক!

আমাকে আপনার

সৃষ্টির

মধ্যে সকলের

চেয়ে দুর্ভাগা করবেন না।

এই

বলে সে আল্লাহর

কাছে প্রার্থনা করতে থাকবে।

এমনকি তার এ

মিনতি দেখে আল্লাহ

হেসে উঠবেন।

যখন তিনি হেসে ফেলবেন তখন

তাকে জান্নাতে প্রবেশের

অনুমতি দিয়ে বলবেন,

এবার চাও তোমার যা চাওয়ার

আছে।

তখন

সে আল্লাহর কাছে মন

খুলে চাইবে।

এমনকি যখন

তার আকাংখা শেষ হয়ে যাবে,

তখন

আল্লাহ স্মরণ

করিয়ে দিয়ে বলবেন, এটা চাও,

ওটা চাও।

এমনকি সে আকাংখাও যখন শেষ

হয়ে যাবে।

তখন আল্লাহ বলবেন, এ সমস্ত কিছুই

তোমাকে দেওয়া হ’ল। আবূ সা‘ঈদ

খুদরী (রাঃ)-এর

বর্ণনায় আছে- আল্লাহ বলবেন,

যাও

তোমাকে এ

সমস্ত কিছু তো দিলাম, এর

সঙ্গে আরও

দশগুণ

পরিমাণ দিলাম (বুখারী, মুসলিম,

মিশকাত

হা/৫৩৪৩)।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? Ragu 0 1,793 09-16-2017, 10:24 AM
Last Post: Ragu
  মনের আশা - আকাঙ্ক্ষা পূরণে যেভাবে দোয়া করবেন Hasan 0 2,349 05-15-2017, 08:38 AM
Last Post: Hasan
  পবিত্র শব-ই–বরাতের নামাজ পড়ার নিয়ম Hasan 0 1,846 05-12-2017, 12:13 AM
Last Post: Hasan
  শবে বরাতে পালনীয় আমলসমূহ Hasan 1 2,077 05-11-2017, 03:05 PM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  কুফরী কি? কোন কাজ মানুষকে ইসলাম থেকে বের করে দেয়? কুফরীর প্রকারভেদ সম্পর্কে জানি আমরা bdyousufctg 0 1,906 05-06-2017, 11:18 PM
Last Post: bdyousufctg
  কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে। Hasan 0 3,168 03-20-2017, 10:16 AM
Last Post: Hasan
  মাগরিবের নামাজের আগে কি ঘরের জানালা বন্ধ করতে হবে? Hasan 0 2,015 03-19-2017, 11:21 AM
Last Post: Hasan
  বিসমিল্লাহ আসলে কি এবং এর ফযিলত! Hasan 0 1,916 03-19-2017, 11:20 AM
Last Post: Hasan
  সুন্নতে খতনার অনুষ্ঠান করা কি জায়েজ? Hasan 0 2,241 03-19-2017, 11:19 AM
Last Post: Hasan
  প্রশ্ন : সুদ কেন হারাম? Hasan 0 2,002 03-16-2017, 08:33 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)