Forums.Likebd.Com

Full Version: এবার মুখের কথায় হবে ছবি এডিট
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অনেক হয়েছে সারাদিন বসে বসে দু’হাতকে কষ্ট দিয়ে
ছবি সম্পাদনার কাজ। এখন থেকে আর এই কষ্ট করতে
হবে না। হাতের কাজ করবে আপমার মুখ কিংবা
কন্ঠস্বর। অবাক হচ্ছেন নিশ্চই? হবারই কথা। কিন্তু
ঘটনাটি সত্যি। অ্যাডোব সম্প্রতি প্রটোটাইপ
ভার্চ্যুয়াল অ্যাসিসট্যান্ট তৈরি করছে, যা ভয়েস
কমান্ডের মাধ্যমে ছবি এডিট করতে পারে। তাই মুখে
বলে ফটোশপকে নির্দেশনা দিলে, আপনার কাজ হয়ে
যাবে।
গত বছরের নভেম্বরে অ্যাডোব ম্যাক্স ২০১৬ সম্মেলনে
ঘোষণার মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরির কথা
জানিয়েছিল অ্যাডোব কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডোব
তাদের নতুন উদ্যোগের কথা জানিয়ে একটি ভিডিও
পোস্ট করেছে। ওই ভিডিওতে অ্যাডোবের তৈরি
অ্যাপ্লিকেশনে কণ্ঠস্বরচালিত ভার্চ্যুয়াল সহকারী
কীভাবে কাজ করবে তা দেখানো হয়েছে। ছবি ও
ভিডিও এডিটের পাশাপাশি কথা বলে ওই ছবি
সোশ্যাল সাইটে শেয়ার করার বিষয়টিও ভিডিওতে
দেখানো হয়েছে।
অ্যাডোব কর্তৃপক্ষ জানিয়েছে, কণ্ঠস্বরভিত্তিক
ইন্টারফেস ব্যবহার করে ছবি এডিটের প্রথম পদক্ষেপ
এটি। অ্যাডোব মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে
ছবি খোঁজা ও সম্পাদনার জন্য এটি তৈরি করা
হয়েছে। কবে নাগাদ এটি আত্মপ্রকাশ করবে তা
এখনো জানায়নি সংস্থাটি।
সৌজন্যে → Newtipsbd.Com