02-02-2017, 01:02 AM
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে নবনির্মিত যে বাড়িটি দেশটির সবচেয়ে ব্যয়বহুল বাড়ির তালিকায় রয়েছে তা তৈরিতে খরচ হয়েছে প্রায় ২০০০ হাজার কোটি টাকা। বাড়িটি এতটাই সুসজ্জিত যে বাড়ির বাহির থেকে ভিতরের দিকে তাকালে আপনি বিমোহিত হবেন।
৩৮ হাজার বর্গফুট এ ব্যয়বহুল বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২১টি বার্থরুম, ৫টি প্রধান দরজা, ৩টি রান্নাঘর, রয়েছে চার লেনের প্রাচীর এবং ইটালীয়ান দামী গ্লাসে নির্মিত হয়েছে ৮৫ বর্গফুটের একটি বিশাল সুইমিং পুল, যা দেখতে অনেকটা থিয়েটারের বড় পর্দার মত।
এতেই শেষ নয় আরো রয়েছে অন্যান্য বিলাসবহুল বাড়ির মত স্প্যা এবং ফিটনেস সেন্টার। যাতে অন্তর্ভু্ক্ত রয়েছে মদ মজুদের স্থান এবং ৪০ আসন বিশিষ্ট একটি সুসজ্জিত সিনেমা হল।
সম্পাদনা: মুসা আহমেদ
৩৮ হাজার বর্গফুট এ ব্যয়বহুল বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২১টি বার্থরুম, ৫টি প্রধান দরজা, ৩টি রান্নাঘর, রয়েছে চার লেনের প্রাচীর এবং ইটালীয়ান দামী গ্লাসে নির্মিত হয়েছে ৮৫ বর্গফুটের একটি বিশাল সুইমিং পুল, যা দেখতে অনেকটা থিয়েটারের বড় পর্দার মত।
এতেই শেষ নয় আরো রয়েছে অন্যান্য বিলাসবহুল বাড়ির মত স্প্যা এবং ফিটনেস সেন্টার। যাতে অন্তর্ভু্ক্ত রয়েছে মদ মজুদের স্থান এবং ৪০ আসন বিশিষ্ট একটি সুসজ্জিত সিনেমা হল।
সম্পাদনা: মুসা আহমেদ