02-02-2017, 10:47 AM
অনলাইন ডেস্ক: ব্রণর সমস্যায় ভুগছেন? বিভিন্ন বিউটি অ্যাপসে খুঁজছেন সমাধান? বাজার চলতি লোশন আর ক্রিমের দ্বারস্থ হয়েও বিশেষ কিছু লাভ হচ্ছে না? এইসব কিছু ভুলে হাতে কলমে তুলে নিন চটজলদি সমস্যা সমাধানের টোটকা৷ যা ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে আপনাকে৷
আর এইসব উপাদান হাজির আপনার বাড়িতেই৷ সকালে ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই স্টার্ট করে দিন অ্যাকশন৷ সাদা টুথপেস্ট নিয়ে ব্রণর ওপর লাগান৷ ঘন্টাখানেক পরে ধুয়ে ফেলুন পানি দিয়ে৷ শুধু সকালেই নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগেও আরও একবার ট্রাই করতে পারেন এই টোটকা৷
রান্নাতে অনেক পদেই আলাদা মাত্রা এনে দেয় আদা৷ এবার সেই আদাকেই হাতিয়ার করে নিন আপনার এই ব্রণর সমস্যায়৷ একটুকরো আদা নিয়ে আলতো করে বুলিয়ে নিন ব্রণর ওপর৷ পাঁচ মিনিট পর ধুয়ে নিন হালকা গরম পানি দিয়ে৷ এইভাবে দিনে বেশ কয়েকবার করতে থাকুন…সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা খেলেও উপকার পাবেন হাতে নাতে৷
আপনার সমস্যার সমাধানে হাজির পাতিলেবুও৷ যার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি৷ এক টুকরো তুলো নিয়ে তা ভিজিয়ে ফেলুন পাতিলেবুর রসে, আর তা আলতো করে লাগান ক্ষতিগ্রস্ত এলাকায়৷ কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন৷
আর যাদের ঠান্ডা লাগার ধাত নেই, তারা হাতে তুলে নিন এক টুকরো বরফ৷ এই বরফ আপনার ত্বকের অতিরিক্ত ময়লা এবং তেলকে করবে দূর৷ সাহায্য করবে রক্ত সঞ্চালনেও৷
আর যেটুকু বাকি থেকে গেল তা পূরণ করতে খান প্রচুর পানি৷ তবে তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়৷ ব্যস, আর দেরি না করে, আজ থেকেই নজর দিন নিজের খাওয়া দাওয়ার ওপর, যত্ন নিন নিজের স্কিনের৷ হয়ে উঠুন সকলের ঈর্ষার কারণ৷
আর এইসব উপাদান হাজির আপনার বাড়িতেই৷ সকালে ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই স্টার্ট করে দিন অ্যাকশন৷ সাদা টুথপেস্ট নিয়ে ব্রণর ওপর লাগান৷ ঘন্টাখানেক পরে ধুয়ে ফেলুন পানি দিয়ে৷ শুধু সকালেই নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগেও আরও একবার ট্রাই করতে পারেন এই টোটকা৷
রান্নাতে অনেক পদেই আলাদা মাত্রা এনে দেয় আদা৷ এবার সেই আদাকেই হাতিয়ার করে নিন আপনার এই ব্রণর সমস্যায়৷ একটুকরো আদা নিয়ে আলতো করে বুলিয়ে নিন ব্রণর ওপর৷ পাঁচ মিনিট পর ধুয়ে নিন হালকা গরম পানি দিয়ে৷ এইভাবে দিনে বেশ কয়েকবার করতে থাকুন…সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা খেলেও উপকার পাবেন হাতে নাতে৷
আপনার সমস্যার সমাধানে হাজির পাতিলেবুও৷ যার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি৷ এক টুকরো তুলো নিয়ে তা ভিজিয়ে ফেলুন পাতিলেবুর রসে, আর তা আলতো করে লাগান ক্ষতিগ্রস্ত এলাকায়৷ কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন৷
আর যাদের ঠান্ডা লাগার ধাত নেই, তারা হাতে তুলে নিন এক টুকরো বরফ৷ এই বরফ আপনার ত্বকের অতিরিক্ত ময়লা এবং তেলকে করবে দূর৷ সাহায্য করবে রক্ত সঞ্চালনেও৷
আর যেটুকু বাকি থেকে গেল তা পূরণ করতে খান প্রচুর পানি৷ তবে তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়৷ ব্যস, আর দেরি না করে, আজ থেকেই নজর দিন নিজের খাওয়া দাওয়ার ওপর, যত্ন নিন নিজের স্কিনের৷ হয়ে উঠুন সকলের ঈর্ষার কারণ৷