Forums.Likebd.Com

Full Version: মাইএসকিউএল
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মাইএসকিউএল হল একটি মুক্ত ভাষার ডাটাবেজ মেনেজমেন্ট সফটওয়ার ।[৫] এই ভাষার নামের সুরুতে মাথায় রাখা হয় এর কো-ফাউন্ডার মাইকেল উইডনিয়াস এর মেয়ের নামানুসারে । এবং এসকিউএল এর পুরা এব্রিভিয়েশন হল স্ট্রাকচার কুয়েরী ল্যাংগুয়েজ । মাইএসকিউএল ডেভেলপার টিম এটা গ্নু লাইসেন্স এর আওতায় প্রকাশ করে কিছু স্বীকার্যের ভিত্তিতে । প্রথমদিকে মাইএসকিএল একটা সুইডেস কোম্পানি ডেভেলপ করলেও পরে এটি ওরাকল কর্পোরেশন কিনে নেয় তাদের ব্যবহারের জন্য । [৬]

মাইএসকিউএল হল ল্যাম্প মুক্ত ওয়েব এপলিকেশন সফটওয়ারের একটা উন্নয়ন । ল্যাম্প হল লিনাক্স,এপাচি,মাইএসকিউএল,পিএইচপি/পার্ল/পাইথন এর জন্য মাইএসকিউয়াল ডাটাবেজ সংযুক্তি হিসেবে জুমলা ,ওয়ার্ডপ্রেস,পিএইচপি বিবি ইত্যাদিতে ব্যাবহার করা হয় । এর মধ্যে আরো আছে ফেসবুক,গুগল,টুইটার, ফ্লিকার,ইউটিউব ।