Forums.Likebd.Com

Full Version: ¤ হৃদয়ের ভালোবাসা ¤
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
¤ হৃদয়ের ভালোবাসা ¤
'যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো।
----!!!
মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য
দিলেন ??
আলেমঃ মা-মনি বলছি। আগে বলো, তোমার হাতে
কী ?
আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন? ?
মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই
তো খেতে হবে।
মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে
তো সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে
পিছলে পড়ে আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে
চাও না?
মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো
কেন! বাসায় নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু
রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।
---------------
আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা ডিম ভাঙ্গার
জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে।
অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য
যেথায় সেথায় প্রদর্শন করবে !!
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত
হল? ?
শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য
প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও
না।
----------------
এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর।
আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার
স্বামীর। আর অন্য কারো সে অধিকার নাই ।
ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে।
ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে
হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না
দেখে। তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে
প্রদর্শন করতে পারবেনা। আর যাকে তাকে
তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা।
অতএব, তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার
স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য কোথাও
নয়।