Forums.Likebd.Com

Full Version: রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must See)
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must
See)
রক্তদানের উপকারিতাঃ
১.প্রতি ৪মাস অন্তর রক্ত দিলে দেহে
নতুন BLOOD CELL সৃষ্টির
প্রবণতা বৃদ্ধি পায় ।
২.নিয়মিত রক্তদানের মাধ্যমে
হৃদরোগের ঝুঁকি কমে বলে
বিশেষজ্ঞরা মনে করেন।
৩. রক্তদানে শরীরের
কোন হ্মতি হয় না বরং
রোগ প্রতিরোধ হ্মমতা
অনেকগুণ বেড়ে যায় ।
৪.স্বেচ্ছায় রক্তদানের
মাধ্যমে আপনি জানতে পারেন
আপনার শরীরে রক্তবাহিত মারাত্মক
রোগ যেমনঃ হেপাটাইটিস-বি,এইডস,
সিফিলিস ইত্যাদির জীবাণু বহন
করছে কিনা।
৫. স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে।
রক্তদানের মাধ্যমে একটি জীবন
বাঁচানো পৃথিবীর সর্বোচ্চ সেবার অন্তর্ভূক্ত ।
৬..রক্তদানে ধর্মীয় বিধিনিষেধ নাই ।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি হয়ত
কোন অর্থ পাবেন না তবে একটা
জিনিস অবশ্যই পাবেন তা হল
একজন মুমূর্ষ রোগীর দোয়া
যা কোটি টাকা বিনিময়েও পাওয়া সম্ভব নয় ।
৭. রক্তদানের মাধ্যমে গড়ে উঠবে আত্নার বাঁধন।