Forums.Likebd.Com

Full Version: ওডেস্কে কাজ শুরু করা: (Starting work on Odesk)
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ওডেস্কে কাজ শুরু করা: (Starting work on Odesk)
প্রথমত, ওডেস্কে রেজিষ্ট্রেশনের জন্য এই লিংকে ক্লিক
করুনঃ সাইন-আপ লিঙ্ক। “I NEED A JOB” লেখা মেনুর
নিচে “sign up” লেখা বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন
ফর্ম আসবে। এই রেজিস্ট্রেশন ফর্মের নির্দিস্ট ঘরগুলো
পূরন করলে আপনার প্রদত্ত ই-মেইল আইডি -তে একটি ই-
মেইল যাবে, সেখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন
কনফার্ম করতে হবে। আপনার ওডেস্ক একাউন্ট তৈরি হয়ে
যাবে।
দ্বিতীয়ত, এবার লগইন করে ডানদিকে থাকা “Edit Profile”
লিংকে ক্লিক করুন। যে পেজ আসবে সে পেজে সব তথ্যগুলো
প্রদান করুন এবং আপনার ছবি আপলোড করুন। আপনার
প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। প্রোফাইলে আপনার অতীতে
করা কাজের উদাহরণ যুক্ত করুন। এটাই ক্লাইন্টকে আপনার
প্রতি আকৃষ্ট করবে। ১০০% কমপ্লিট করার জন্য আপনি যে
কাজ করতে চান, সেই কাজের উপর টেস্ট দিন। এখন কাজ শুরু
করার জন্য আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল।