02-19-2017, 06:43 PM
দ্রুত মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি
মুহুর্ত ভাবা যায় না। মোবাইল ফোনে এখন রয়েছে
দুনিয়ার সবকিছু। কিন্তু সবকিছুর মধ্যেও কথা বলার
ক্ষেত্রে আমাদের কাছে এটার প্রধাণ্য বেশী। অথচ
দেখা যায় জরুরী কথার সময়ে মোবাইলে চার্জ নেই। ওই
সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা
না হলে দেরি হয়ে যাবে। মোবাইলে চার্জ দেওয়ার
বিষয়টি অতি জরুরি কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে
দিতে পারছেন না।
মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি দ্রুত মোবাইল চার্জ
আপনি শুনলে অবাক হবেন সম্প্রতি প্রযুক্তিবিষয়ক
ওয়েবসাইট সিনেটের বিশেষজ্ঞরা দ্রুত মোবাইল
চার্জ দেওয়ার পদ্ধতি সম্পর্কে একটি প্রতিবেদন
প্রকাশ করেছেন।
প্রতিবেদনে, সংক্ষিত সময়ে মোবাইলে দ্রুত চার্জ
দেয়ার জন্য চার্জারের সঙ্গে আপনার মোবাইল
ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু
থাকলে তা দ্রুত বন্ধ করে দিন। এবার আপনার মোবাইল
ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে
আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে
যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ
করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে।
এতে বিশেষ যে সুবিধা হবে তা হচ্ছে আপনার মোবাইল
ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এসময়
ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ
শেষ করার মতো কাজ বন্ধ থাকবে।
ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই
রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা
অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো
বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়।
এই পদ্ধতিতে চার্জ দেওয়া হলে স্বাভাবিক পদ্ধতির
চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে তড়িঘড়ির সময়ে
প্রতিটি মুহূর্ত মূল্যবান। একটি বিষয় মনে রাখতে হবে
চার্জ হওয়ার সময় নির্ভর করে ব্যাটারির আকার ও
চার্জারের ক্ষমতার ওপর।
দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয়
গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তা হচ্ছে কতখানি চার্জ
হচ্ছে তা বারবার না দেখা। ব্যাকলিট ও ডিসপ্লে
যথেষ্ট পরিমাণ চার্জ খায়। তড়িঘড়ির সময় কতখানি
চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট
হবে। তার চেয়ে বরং কিছুক্ষণ ধৈর্য ধরুন এবং
ফোনটিকে চার্জ হতে দিন এবং যখন স্থান ত্যাগ
করবেন তার আগে ফোনটি চার্জার থেকে খুলে নিন।
মুহুর্ত ভাবা যায় না। মোবাইল ফোনে এখন রয়েছে
দুনিয়ার সবকিছু। কিন্তু সবকিছুর মধ্যেও কথা বলার
ক্ষেত্রে আমাদের কাছে এটার প্রধাণ্য বেশী। অথচ
দেখা যায় জরুরী কথার সময়ে মোবাইলে চার্জ নেই। ওই
সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা
না হলে দেরি হয়ে যাবে। মোবাইলে চার্জ দেওয়ার
বিষয়টি অতি জরুরি কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে
দিতে পারছেন না।
মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি দ্রুত মোবাইল চার্জ
আপনি শুনলে অবাক হবেন সম্প্রতি প্রযুক্তিবিষয়ক
ওয়েবসাইট সিনেটের বিশেষজ্ঞরা দ্রুত মোবাইল
চার্জ দেওয়ার পদ্ধতি সম্পর্কে একটি প্রতিবেদন
প্রকাশ করেছেন।
প্রতিবেদনে, সংক্ষিত সময়ে মোবাইলে দ্রুত চার্জ
দেয়ার জন্য চার্জারের সঙ্গে আপনার মোবাইল
ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু
থাকলে তা দ্রুত বন্ধ করে দিন। এবার আপনার মোবাইল
ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে
আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে
যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ
করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে।
এতে বিশেষ যে সুবিধা হবে তা হচ্ছে আপনার মোবাইল
ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এসময়
ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ
শেষ করার মতো কাজ বন্ধ থাকবে।
ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই
রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা
অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো
বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়।
এই পদ্ধতিতে চার্জ দেওয়া হলে স্বাভাবিক পদ্ধতির
চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে তড়িঘড়ির সময়ে
প্রতিটি মুহূর্ত মূল্যবান। একটি বিষয় মনে রাখতে হবে
চার্জ হওয়ার সময় নির্ভর করে ব্যাটারির আকার ও
চার্জারের ক্ষমতার ওপর।
দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয়
গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তা হচ্ছে কতখানি চার্জ
হচ্ছে তা বারবার না দেখা। ব্যাকলিট ও ডিসপ্লে
যথেষ্ট পরিমাণ চার্জ খায়। তড়িঘড়ির সময় কতখানি
চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট
হবে। তার চেয়ে বরং কিছুক্ষণ ধৈর্য ধরুন এবং
ফোনটিকে চার্জ হতে দিন এবং যখন স্থান ত্যাগ
করবেন তার আগে ফোনটি চার্জার থেকে খুলে নিন।