Forums.Likebd.Com

Full Version: নষ্ট মেমোরি কার্ড সহজেই ঠিক করার উপায়। যার জানেন না তাদের জন্য
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ঠিক করার উপায়। যার জানেন না তাদের জন্য
নষ্ট মেমোরি কার্ড সহজেই ঠিক করার উপায়। যার জানেন
না তাদের জন্য
Hello Friends….
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কি ভাবে নষ্ট
মেমোরি কার্ড সহজেই ঠিক করার যায়। তাহলে কাজে যাওয়া
যাক।
তথ্য স্থানান্তর করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ
খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি
ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে।
নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও
সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায়
কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে
হবে।
মেমোরি কার্ডের ডাটাগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেটি
ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে
পারে। এ ক্ষেত্রে ডাটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা
অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এ জন্য কার্ড
রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ
দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা
হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে
প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে।
এবার উইন্ডোজ ৭-এ স্টার্ট মেন্যুতে cmd লিখে এর ওপর
ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে
সেটি খুলুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে chkdsk m:/r
লিখে এন্টার করুন। এখানে m: হচ্ছে মেমোরি কার্ডের
ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে
সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানে convert lost chains to files বার্তা এলে y
চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য
আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file
system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান বাটন ক্লিক
করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT
নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে
Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি
কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।