Forums.Likebd.Com

Full Version: কষ্ট বিলাস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো -হীরের চেয়েও দামি।
কিছু কষ্ট খুব স্পস্ট -কিছু কষ্ট ফিকে
একটা কষ্ট ভালবেসে হাত বাড়াবে তোমার দিকে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কিছু কষ্ট তুমি আমি- কিছু কষ্ট একা
কিছু কষ্ট বুকের মাঝে-চোখে যায় না দেখা,
কিছু কষ্ট পাথর কোমল-কিছু কষ্ট নাজুক
একটা কষ্ট কেঁদে কেটে ভেজাবে দুই চোখ,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো -হীরের চেয়েও দামি।
কিছু কষ্ট উড়ছে উড়ুক-কিছু কষ্ট পাশে
কিছু কষ্ট ইশারাতে ডাকবে তোমায় কাছে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কিছু কষ্ট পাহার সমান-কিছু কষ্ট নদী
কিছু কষ্ট বরফ শীতল-ছুঁয়ে দেখতে যদি।
নীল কষ্টটা দুষ্ট ভীষণ-লাল কষ্টটার সাথে
কিছু কষ্ট দিনের বেলায়-কিছু কষ্ট রাতে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কষ্ট আমার ওষ্ঠ ভেজা-কষ্ট মরুভূমি
কষ্ট আমার হাতের রেখায়- কষ্ট আমার তুমি,
বৃষ্টি ফোঁটায় কষ্ট ঝরে -কষ্ট নীলা খামে
নষ্ট প্রেমের কষ্টটারে বেচবো অনেক দামে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।