Forums.Likebd.Com

Full Version: ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপায
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপায
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি আমরা সবাই
কমবেশি জানি। কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড?
অনেকেই হয়তো জানি না।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের নানা উপায় রয়েছে।
সফটওয়্যার ব্যবহার করেও যেমন ডাউনলোড করা যায়,
তেমনি সফটওয়্যার ছাড়াও ডাউনলোড করা যায়। সফটওয়্যার
ব্যবহার ছাড়া সহজ উপায়ে ডাউনলোডের সবচেয়ে সহজ
পদ্ধতি জেনে নিন।
ফেসবুক থেকে যে ভিডিওটি ডাউনলোড করবেন, সে
ভিডিওটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে ভিডিও
লিংকটি কপি করুন। এবার http://downvids.net সাইটটিতে
লিংকটি পেস্ট করুন।
এবং ভিডিও কোয়ালিটি পছন্দমতো নির্বাচন করে দিন।
এবার ডাউনলোড দিজ ভিডিও নামে যে অপশন আসবে
সেখানে মাউসের রাইট বাইন ক্লিক করে সেভ এজ দিলেই
ডাউনলোড শুরু হবে।
এছাড়া এই সাইটটিতে কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করে
মোবাইলে ভিডিওটি দেখা যাবে। মোবাইলে ডাউনলোড করার
ক্ষেত্রে downvids অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে
পারেন।
http://downvids.net সাইটটি ছাড়াও
www.downfacebook.com, http://
facebookvideoz.com সাইটগুলোর সাহায্যেও ফেসবুকের
ভিডিও লিংক পেস্ট করে সহজে ডাউনলোড করা যাবে।