Forums.Likebd.Com

Full Version: আয় হবে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আয় হবে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে
শিগগিরই ফেইসবুকে স্ট্যাটাস
বা পোস্ট দিয়ে আয় করতে
পারবেন। কি বিশ্বাস হচ্ছে
না ? অবিশ্বাসের কিছুই নেই।
শিগগিরই ফেইসবুক
ব্যবহারকারীদের পোস্টের
বিপরীতে অর্থ দেবে।
সম্প্রতি প্রকাশকদের জন্য
ইনস্ট্যান্ট আর্টিকেলস সেবা
চালু করেছে। এর মাধ্যমে
ব্যবহারকারীরা এখন থেকে
ফেইসবুকে খবরের লিংকের
পরিবর্তে পুরো খবরটিই পড়তে
পারবেন। ব্যবহারকারীদের
আরও অধিক সময় ফেইসবুকে
সক্রিয় রাখতে এই ফিচার যুক্ত
করা হয়।
কনটেন্ট প্রদর্শনের পাশাপাশি
মোবাইলে দ্রুত বিজ্ঞাপন
দেখানোর চেষ্টাও করছে
প্রতিষ্ঠানটি। আর এসব
প্রক্রিয়ার মাধ্যমে কনটেন্টের
বিনিময়ে অর্থের বিষয়টি
পরিস্কার হচ্ছে অনেকের
কাছেই।
দ্য ভার্জে প্রকাশিত এক
প্রতিবেদনে বলা হয়েছে ,
সম্প্রতি পরিচালিত একটি
জরিপের মাধ্যমে এটা সুস্পষ্ট
যে ফেইসবুক ব্যবহারকারীদের
পোস্টে ডোনেশন সেবা চালু
করতে যাচ্ছে! এর মাধ্যমে
যিনি পোস্টটি দিয়েছেন
তিনি নিজে অর্থ আয় কিংবা
দাতব্য কাজে সেটি ব্যবহার
করতে পারবেন।
সার্ভের মাধ্যমে আরেকটি
উঠে আসা বিষয় হলো – শীর্ষ
সামাজিক যোগাযোগ
মাধ্যমটি বিভিন্ন ব্র্যান্ডের
কনটেন্ট এবং শেয়ারিংয়ের
ভিত্তিতে পোস্টে
বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে
আয় বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। ফলে
গুগলের বিজ্ঞাপন প্লাটফর্মের
মতোই এটি লভ্যাংশ
ভাগাভাগির মাধ্যমে কনটেন্ট
ও বিজ্ঞাপন প্রচার
যৌথভাবে এগিয়ে নেবে।
তবে এ বিষয়ে
আনুষ্ঠানিকভাবে কিছু
জানায়নি ফেইসবুক।