02-20-2017, 10:41 AM
পাঠকের প্রশ্ন: রুমানা আপু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স-এ পড়ছি, আমার জীবনে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর দশটা মেয়েদের মতো আমার জীবনটা সাজানো নেই। আমার পরিবারে আমি, আব্বু আর আপু। আম্মু মারা গিয়েছে আমি তখন ক্লাস এইটে। এর পর থেকে আমাদের জীবনে হাজারো সমস্যার শুরু।
আমার আর দশটা মেয়ের মতো ইচ্ছে ছিল কাউকে ভালো লাগা, বিশ্বাস করা, এক সাথে এগিয়ে যাওয়া। কিন্তু আমার দুর্ভাগ্য না আমার যোগ্যতার সমস্যা, সেটা আমি জানি না। জীবনে যে-ই এসেছে, নিজে থেকে এসেছে... তারপর একটা সময় আমাকে কাঁদিয়ে গেছে। জানি না কেন। জীবনে প্রথম প্রেমে পড়ি ক্লাস নাইনে, তাও বখাটে একটা ছেলের। যাকে আমি ভালবাসি তার ভালবাসা দেখে আর এই ভরসায় যে তাকে ভালবেসে ঠিক করবো। আম্মু মারা যাবার পর আমি তখন আমার খালামনির বাড়িতে থাকতাম। নিজের হাত খরচ, টিউশনী ফী সরিয়েও তাকে দিতাম, এই ভেবে যে যা আমার তাই তার। কিন্তু বিধি... আমার লুকিয়ে গোপন প্রেমের খবরের সুযোগ নিয়ে খালু আমাকে... তখন যৌন হয়রানির শিকার হই, নিজের খালু দ্বারা। আর যার আশায় এতো, সেও আমাকে ছেড়ে অন্য জনের সাথে সংসার পাতে। অনেক কষ্ট পাই আপু তখন।
এর ভিতরেই কোন ভাবে অ্যাডমিশন এক্সাম দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ভাবি পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে, পিছনে ভুলে যাবো। কিন্তু পারিনি আপু। আমার বড় বোনের এর ভেতর বিয়ে হয়, পারিবারিক চাপে...খারাপ একটা ছেলের সাথে। আব্বুর সমস্যা সবাইকে সহজে বিশ্বাস করা। এই ভুলেই সে নিজের ভাই-বোনের উসকানিতে খারাপ ছেলের সাথে সহজ বিশ্বাসে বিয়ে দেয়। কিন্তু এক মাসের মাথায় আমরা জানি সে ড্রাগ এডিক্ট। আপু এক কথায় তাকে ডিভোর্স দায়। এর পর থেকে আর এক কষ্টের সূচনা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় থাকতে একজন আসে, স্বপ্ন দেখায়। সে BCS এর প্রস্তুতি আর তার জীবনের পুরানো প্রেমের কষ্টের অজুহাতে এক সময় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমার জীবনে যে আসে, হয় খারাপ ছেলে, যাকে আমি স্বপ্ন দেখি ভালো করার। কিন্তু পারি না। আমার সাথে কয়েক মাস হোল একটা ছেলের পরিচয় হয়, facebook এ, পুরোপুরি unknown ID plus hide all । আমি তার সাথে প্রথমে কৌতুহলে মিশি, তার জীবনের ছোট বেলার কথা, ধীরে ধীরে মানুষের হাতে নষ্ট হওয়া, প্রেমের ও বৈবাহিক জীবনের ব্রেকআপ এসব শোনায়। আর বলে সে এজন্য মানুষকে আর বিশ্বাস করতে পারে না, তাই মানুষের সাথে খেলে। আরও বলে কখনও বিয়ে করবে না জীবনে, এভাবেই খেলবে। আমার কি করে কি হয় জানি না, তার প্রতি সহানুভুতি না ভালবাসা জানি না আপু, তার প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ও পড়াশোনায় তেমন ভালো না। পড়ে বেসরকারি একটায়। সাথে পার্ট টাইম জব করে। ভাবি, আমার আব্বু তো আমার জীবনের জন্য ভালো বা যোগ্য কাউকে আনতে পারবে না, তাহলে নিজে থেকে খারাপকে ভালবেসে তাকে ঠিক করতে চাইলে ক্ষতি কি? আব্বুর উপর মূলত আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি, আপুর সাথে হওয়া ওই ঘটনায়। আমি প্রতিক্ষণে ভয়ে থাকি, আমাকেও আব্বু কোন খারাপের হাতে তুলে দেবে কিনা। আপু প্রথমে অনেক ভেঙ্গে পড়লেও counseling করে recover হয়। আর বলে, জীবনে বিয়ে সংসার সব না, কাজ এ ব্যাস্ত থাকতে চায়।
কিন্তু আমার জীবনে, আমি তো একটা অবলম্বন খুঁজি, আপু... আমার সাথে যে ছেলেটা এখন মিশছে, সে আমাকে এক সময় বলে ভালবাসে। এসব বলে ফোনেই কিস, প্রেমালাপ করে...আমি না ভালবেসে তার সাথে রাত জেগে দিনের পর দিন কথা বলি। ভালবেসে ফেলি। কিছুদিন আগে ও ওর ফামিলির parents অসুস্থর কথা বলে ফোন বন্ধ করে দায়। আমি আশা হারিয়ে ফেলি আপু। এর দিন ৮ পরে কল দেয়, বলে তার parents অসুস্থ, তাই এখন আর ঢাকায় ফিরবে না, ওখানেই থাকবে। তার রিলেটিভের ইচ্ছে সে বিয়ে করে সংসারী হোক। সেও পড়াশোনা আর করতে চায় না। আমি বলি আমাদের ভালবাসার কথা, সে বলে ও বিয়ের কথা হলেও বিয়ে করবে না ৭-৮ বছর আগে। আমাদের রিলেশনের কথা বললে বলে, এভাবেই চলুক। ও আমার সাথে ফোনে ফ্রেন্ড এর মতো মিশবে, ভালবাসবে, প্রয়োজনে সম্পর্ক এগুবে কিন্তু সংসার দু জন দু দিকে।
আমি এখনো আশা নিয়ে আছি আপু, যদি ওকে ভালবেসে সারাতে পারি, এক সময় হয়ত আমার সাথেই আসবে। আপু, আমি রোজ কান্নাকাটি করি, কষ্ট পাই... জানি না কেন আমার ভাগ্যটা এমন। আমি কেন আমার যোগ্য সৎ কাউকে খুঁজে পাই না, যে আমাকে আমার মতো অনেক ভালবাসবে।কেন আমার ভাগ্যে এমন খারাপ ছেলে গুলো আসে... আমি জানি না এখন আমি কী করবো। আমার সেই স্বপ্ন কখনই পূর্ণ কি হবে না? কেন ভাগ্য এমনটা হল? আমি এখন কি করবো, আপু?
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন।
চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে।
আমার আর দশটা মেয়ের মতো ইচ্ছে ছিল কাউকে ভালো লাগা, বিশ্বাস করা, এক সাথে এগিয়ে যাওয়া। কিন্তু আমার দুর্ভাগ্য না আমার যোগ্যতার সমস্যা, সেটা আমি জানি না। জীবনে যে-ই এসেছে, নিজে থেকে এসেছে... তারপর একটা সময় আমাকে কাঁদিয়ে গেছে। জানি না কেন। জীবনে প্রথম প্রেমে পড়ি ক্লাস নাইনে, তাও বখাটে একটা ছেলের। যাকে আমি ভালবাসি তার ভালবাসা দেখে আর এই ভরসায় যে তাকে ভালবেসে ঠিক করবো। আম্মু মারা যাবার পর আমি তখন আমার খালামনির বাড়িতে থাকতাম। নিজের হাত খরচ, টিউশনী ফী সরিয়েও তাকে দিতাম, এই ভেবে যে যা আমার তাই তার। কিন্তু বিধি... আমার লুকিয়ে গোপন প্রেমের খবরের সুযোগ নিয়ে খালু আমাকে... তখন যৌন হয়রানির শিকার হই, নিজের খালু দ্বারা। আর যার আশায় এতো, সেও আমাকে ছেড়ে অন্য জনের সাথে সংসার পাতে। অনেক কষ্ট পাই আপু তখন।
এর ভিতরেই কোন ভাবে অ্যাডমিশন এক্সাম দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ভাবি পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে, পিছনে ভুলে যাবো। কিন্তু পারিনি আপু। আমার বড় বোনের এর ভেতর বিয়ে হয়, পারিবারিক চাপে...খারাপ একটা ছেলের সাথে। আব্বুর সমস্যা সবাইকে সহজে বিশ্বাস করা। এই ভুলেই সে নিজের ভাই-বোনের উসকানিতে খারাপ ছেলের সাথে সহজ বিশ্বাসে বিয়ে দেয়। কিন্তু এক মাসের মাথায় আমরা জানি সে ড্রাগ এডিক্ট। আপু এক কথায় তাকে ডিভোর্স দায়। এর পর থেকে আর এক কষ্টের সূচনা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় থাকতে একজন আসে, স্বপ্ন দেখায়। সে BCS এর প্রস্তুতি আর তার জীবনের পুরানো প্রেমের কষ্টের অজুহাতে এক সময় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমার জীবনে যে আসে, হয় খারাপ ছেলে, যাকে আমি স্বপ্ন দেখি ভালো করার। কিন্তু পারি না। আমার সাথে কয়েক মাস হোল একটা ছেলের পরিচয় হয়, facebook এ, পুরোপুরি unknown ID plus hide all । আমি তার সাথে প্রথমে কৌতুহলে মিশি, তার জীবনের ছোট বেলার কথা, ধীরে ধীরে মানুষের হাতে নষ্ট হওয়া, প্রেমের ও বৈবাহিক জীবনের ব্রেকআপ এসব শোনায়। আর বলে সে এজন্য মানুষকে আর বিশ্বাস করতে পারে না, তাই মানুষের সাথে খেলে। আরও বলে কখনও বিয়ে করবে না জীবনে, এভাবেই খেলবে। আমার কি করে কি হয় জানি না, তার প্রতি সহানুভুতি না ভালবাসা জানি না আপু, তার প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ও পড়াশোনায় তেমন ভালো না। পড়ে বেসরকারি একটায়। সাথে পার্ট টাইম জব করে। ভাবি, আমার আব্বু তো আমার জীবনের জন্য ভালো বা যোগ্য কাউকে আনতে পারবে না, তাহলে নিজে থেকে খারাপকে ভালবেসে তাকে ঠিক করতে চাইলে ক্ষতি কি? আব্বুর উপর মূলত আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি, আপুর সাথে হওয়া ওই ঘটনায়। আমি প্রতিক্ষণে ভয়ে থাকি, আমাকেও আব্বু কোন খারাপের হাতে তুলে দেবে কিনা। আপু প্রথমে অনেক ভেঙ্গে পড়লেও counseling করে recover হয়। আর বলে, জীবনে বিয়ে সংসার সব না, কাজ এ ব্যাস্ত থাকতে চায়।
কিন্তু আমার জীবনে, আমি তো একটা অবলম্বন খুঁজি, আপু... আমার সাথে যে ছেলেটা এখন মিশছে, সে আমাকে এক সময় বলে ভালবাসে। এসব বলে ফোনেই কিস, প্রেমালাপ করে...আমি না ভালবেসে তার সাথে রাত জেগে দিনের পর দিন কথা বলি। ভালবেসে ফেলি। কিছুদিন আগে ও ওর ফামিলির parents অসুস্থর কথা বলে ফোন বন্ধ করে দায়। আমি আশা হারিয়ে ফেলি আপু। এর দিন ৮ পরে কল দেয়, বলে তার parents অসুস্থ, তাই এখন আর ঢাকায় ফিরবে না, ওখানেই থাকবে। তার রিলেটিভের ইচ্ছে সে বিয়ে করে সংসারী হোক। সেও পড়াশোনা আর করতে চায় না। আমি বলি আমাদের ভালবাসার কথা, সে বলে ও বিয়ের কথা হলেও বিয়ে করবে না ৭-৮ বছর আগে। আমাদের রিলেশনের কথা বললে বলে, এভাবেই চলুক। ও আমার সাথে ফোনে ফ্রেন্ড এর মতো মিশবে, ভালবাসবে, প্রয়োজনে সম্পর্ক এগুবে কিন্তু সংসার দু জন দু দিকে।
আমি এখনো আশা নিয়ে আছি আপু, যদি ওকে ভালবেসে সারাতে পারি, এক সময় হয়ত আমার সাথেই আসবে। আপু, আমি রোজ কান্নাকাটি করি, কষ্ট পাই... জানি না কেন আমার ভাগ্যটা এমন। আমি কেন আমার যোগ্য সৎ কাউকে খুঁজে পাই না, যে আমাকে আমার মতো অনেক ভালবাসবে।কেন আমার ভাগ্যে এমন খারাপ ছেলে গুলো আসে... আমি জানি না এখন আমি কী করবো। আমার সেই স্বপ্ন কখনই পূর্ণ কি হবে না? কেন ভাগ্য এমনটা হল? আমি এখন কি করবো, আপু?
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন।
চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে।