Forums.Likebd.Com

Full Version: পাঠকের প্রশ্ন: ইসলামে শেয়ার ব্যবসা হালাল নাকি হারাম?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
পাঠকের প্রশ্ন: ইসলামে শেয়ার ব্যবসা হালাল নাকি হারাম?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: Sheikh Salam

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’।

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের।
আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।
বিশেষজ্ঞের উত্তর: শেয়ার ব্যবসা হালাল হবে তখনই যখন এই ব্যবসার সাথে হারাম কোনো কিছুর সম্পর্ক থাকবে না। আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চাইছেন খোঁজ নিয়ে দেখুন সেই কোম্পানির মূল ব্যবসায়ে সুদের কোনো কারবার আছে কী না। কোম্পানিতে সুদের কারবার থাকলে সে শেয়ার ব্যবসা হালাল হবে না। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :

মুহাম্মদ আমিনুল হক

সহযোগী অধ্যাপক

ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।