Forums.Likebd.Com

Full Version: ব্রেকআপ হবার গল্প
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
_ কি হলো? কথা বলতেছিস না কেন?
_ হুম ঈশিতা । বলো।
_ আজিব। আমি কি তোর ট্রাপিজিয়াম এর মতো মুখ দেখার
জন্য বসে আছি??
_ ধুর কি বলো এইসব।
_ দেখ শুভ আমার কিন্তু এইসব মোটেও ভাল লাগে না। আমি
কিন্তু এইসব করতে আগেই না করছি।
_ ওকে। আর করবো না।
_ দেখ শুভ তুই যাই বলিস না কেন। আমি আর তোর সাথে
নাই।
_ আমার সাথে থাকবা না তো কই যাবা??
_ সেইটা তোকে বলতে হবে না। আমার যেখানে ইচ্ছা আমি
সেখানে যাবো। তাতে কার বাপের কি??
_ ধুর কি বলো এগুলা??
_ এটাই সত্তি কথা। আমি আর তোর মধ্যে কিছু খুঁজে পাচ্ছি
না। রস শেষ হয়ে গেলে কি আর আখ খেতে ভাল লাগে??
_ এইটা কেমন কথা??
_ যেমন কথাই হউক। আমি আর আখের ছোবড়া চিবুচ্ছি না।
_ তুমি কি অসুস্থ? শরীল খারাপ??
_ ধুর। আমার মাথা। আমি তোর মুখ দেখতে চাই না। ধুর হ
আমার সামনে থেকে।
_ ঈশিতা সত্তি করে বলো তো তোমার কি হইছে?? আমি
সত্তিই কিন্তু ভয় পাচ্ছি।
_ দেখ আমার তোরে জানি কেন এখন আর ভাল লাগে না। তুই
এতো বোরিং যে আমি খুবি ফেডাপ।
_ মানে কি?? এইসব কথা তো আগে কখনো বলো নাই। এখন
বলতেছ কেন??
_ সত্তি কথা বলতে কি শুভ আমার তোরে ঘেন্না লাগে।
আমি তোর কাছ থেকে মুক্তি চাই।
_ সত্তিই মুক্তি চাও??
_ হুম। I wann live like a bird. That’s not possible
if i keep connection with you.
টস করে একটা শব্দ হয়। ঈশিতা গালে হাত দিয়ে নীরবচারীর
মতো চলে যাচ্ছে। কেন জানি আর ফিরে তাকাই নি। বড্ড
বেশি ঘৃণা হচ্ছে নিজেকে। তীব্র গন্ধ বেরুচ্ছে, মনপোড়ার
গন্ধ।।।।