Forums.Likebd.Com

Full Version: অ্যান্ড্রয়েডের গোপন গেমসের বিষয়ে জানা আছে কি?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
জনপ্রিয়
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত
স্মার্টফোনের লুকানো গেমের কথাগুলোর
বিষয়ে জানা আছে কি? অ্যান্ড্রয়েডের প্রতিটি
সংস্করণেই লুকানো আছে ইস্টার এগ গেমস।
যা কিনা ইনস্টল ছাড়াই খেলা যায়। লুকানো এই
গেমটি খেলতে হলে আপনাকে ফোনের
মেনু থেকে Settings-এ যেতে হবে।
এরপর About Device (অথবা About Phone/About
Tablet) এ যেতে হবে। পুরোনো
অ্যান্ড্রয়েড সংস্করণে About Phone অপশনটি
মেনুর একেবারে নিচের দিকে পাবেন। আর
নতুন সংস্করণগুলোর জন্য সেটিংস পেজের
More-এ গেলে পাওয়া যাবে। About Device বা
About Phone গিয়ে Android version ফিল্ডটি
খুঁজে নিন।
নতুন সংস্করণের ফোনে এটি Software Info
অংশে থাকবে। লুকানো ইস্টার এগ খেলতে
হলে Android version ফিল্ডের ওপর ৪-৫ বার
চাপতে থাকুন। দ্রুত চাপতে থাকলে আপনার
অ্যান্ড্রয়েড সংস্করণের লোগো দেখাবে।
সেখানে আবার চাপলে ইস্টার এগ গেমটি
খেলতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড
ফোনের সংস্করণের ওপর ভিত্তি করে ইস্টার
এগ ভিন্ন হবে।
যেমন জিঞ্জারব্রেডে জম্বি পেইন্টিং,
হানিকম্বে ট্রন লিগ্যাসি গেমের অনুকরণে
REZZZZZZZ… শব্দ দিয়ে। আইসক্রিম
স্যান্ডউইচে নিয়ান ক্যাটের অনুকরণে
নিয়ান্ড্রয়েড। জেলিবিনে রেড জেলিবিন
গেম। কিটক্যাটে ইংরেজি অক্ষর ‘কে’ এবং
অ্যান্ড্রয়েড লোগো নিয়ে খেলা। এভাবে
ললিপপ ও মার্শমেলো সংস্করণে ফ্লাপি বার্ড
গেমটি খেলতে পারবেন।