Forums.Likebd.Com

Full Version: হোয়াটসঅ্যাপ বাংলার জন্য বিশেষ ডাটা প্যাক চালু করল গ্রামীণফোন
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ম্যাসেজিং-এর উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ ডাটা প্যাক চালু করেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্যের ম্যাসেজিং ইন্টারনেট ডাটা প্যাকে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার। আজ সোমবার গ্রামীণফোন এসব তথ্য জানিয়েছে।

অপারেটরটি বলছে, মাত্র ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক একদিনের জন্য কিনতে গ্রাহকদের *১২১*৩০৬৩# ডায়াল করলেই হবে। আর হোয়াটসঅ্যাপে বাংলায় ম্যাসেজিং-এর জন্য অ্যাপের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করলেই হবে।

এ নিয়ে গ্রামীণফোন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বাংলায় ম্যাসেজিং-এর জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডাটা প্যাক চালু করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সঙ্গে অংশীদার হতে পেরে গ্রামীণফোন উচ্ছসিত। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং তাদের সঙ্গে সংযুক্ত থাকার ক্ষেত্রে এ অংশীদারিত্ব বেশ কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এর মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনব্যবস্থায় প্রিয় সঙ্গী হতে পারব।’

হোয়াটসঅ্যাপের গ্রোথ ডিরেক্টর মুবারিক ইমাম বলেন, ‘আমরা গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশে ম্যাসেজিং আরও সাশ্রয়ী এবং সুবিধাজনক প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে কাজ করছি। এখন বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে বাংলায় ম্যাসেজিং করতে আর ওয়াইফাই জোন খুঁজে বের করতে হবে না।’