Forums.Likebd.Com

Full Version: #ভাষা_দিবসের_গল্প
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
#ভাষা_দিবসের_গল্প
=================================
বায়ান্নের রবি
মুড়ি......মুড়ি......
ঝাল চানাচুর.....চানাচুর বলে ক্যাম্পাস মাতিয়ে রাখে ছেলেটা,ভারি মিষ্টি দেখতে।
যখন সামনে দাড়িয়ে দাদা বলে ডাক দেয়, তখন শত অনিচ্ছাও মুড়ি খাওয়া আটকাতে পারে না।
ওর নাম রবি।।ক্যাম্পাসে প্রথম যেদিন এসেছি সেদিন অবধি দেখছি তবে আরো ছোট ছিল তখন। মায়াবী আর হাসিমাখা মুখ দিয়ে পুরো ক্যাম্পাসের প্রিয়মুখ সে। বয়সটা আনুমানিক চোদ্দ পনের হবে এখন, হালকা কালো গোফও দেখা যায়। রবির তেমন কেউ নেই দুনিয়ায়!
জিজ্ঞেস করলে বলে "রেলস্টেশন থেকে এক দাদাভাই আমাকে এখানে এনেছে।
পরিচয় বলতে নিজের নাম ছাড়া কিছুই নেই!
রবি এ ক্যাম্পাসেরই একজন; ঘুমোয় হলের এক বাবুর্চি চাচার সাথে।
কদিন ধরে রবিকে কম দেখা যায়। সন্ধ্যায় দেখা হতেই বললো দাদা তুমি উর্দু ভাষা জানো?
অবাক চোখে রবির দিকে তাকিয়ে!
জবাব না দিয়ে নিজের রুমে ফিরে গেলাম।ঘুম আসছে না রবির প্রশ্নটা দারুন ভাবাচ্ছে আমায়।
হল জুরে চলছে ২১ তারিখের প্রস্তুতি। সবারই এককথা বাংলাকে রাষ্ট্র ভাষা চাই, তাই ২১ তারিখের ধর্মঘট সফল করতে হবে।
২০ ফেব্রুয়ারি বিকেলে শুনছি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ; সব ধরনের সভা,মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যায় হলে ঢুকতেই টান টান উত্তেজনা।
সকাল হতেই বেরিয়ে পরলাম মিছিলে, সবাই সমস্বরে মিছিল করছে "রাষ্ট্র ভাষা বাংলা চাই"।একটা পরিচিত কিশোর কন্ঠস্বর ভেসে আসছে বাম দিক থেকে তাকিয়ে আমি অবাক! রবি একটা ফেস্টুন হাতে লাফাচ্ছে আর মিছিল করছে।
কিছুদূর এগোতেই আনন্দটা নিভে গেল!
পুলিশ ধর্মঘট ঠেকাতে ঢাকা মেডিকেলের সামনে মিছিলে বেপরোয়া গুলি চালায়; একটা গুলি রবিকে স্তিমিত করে দিল!
শহীদ হয়েছে অনেকেই,
একটা রবিও উবে গেছে!
তৈরি হয়েছে মিনার, হয়তো মিনারের কোন এক স্তম্ভে হাতছানি দিচ্ছে একটা স্নিগ্ধ রবি।
লেখকঃ মাহমুদুল হাসান
মহত্মা অশ্বিনীকুমার হল, বিএম কলেজ,বরিশাল।