Forums.Likebd.Com

Full Version: অপূর্নতা
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
--------------অপূর্নতা--------------
চোখ বন্ধ করে দাড়িয়ে আছি।দূর থেকে ট্রেন আসার
শব্দ শুনতে পাচ্ছি।এমন সময় ফোনটা বেজে উঠল।
অনিচ্ছা শত্বেও রিসিভ করলাম
-ওই কুত্তা কই তুই?
ওই তুই ট্রেন রাস্তায় এত রাতে কি করছিস।মরার জন্য
যাস নাই তো? (আফসানা)
-(কোমনে যে বুইঝা ফালাইলো)
কি যে কস তুই।মরবো ক্যান।
কয়েকটা ফ্রেরেন্ডের সাথে ঘুরতে আসছিলাম।
-ভাল হয়ছে।এখন রাস্তা থেকে সর না হলে সকালে
তোর বডিটা আলুভত্তা মার্কা অবস্হায় পাওয়া
যাবে।
-(হাই হাই আর এতটু হইলেই তো ট্রেনটা আমার উপর
দিয়ে চইলা যাইত।যাক বাচছি।)
ওই কুত্তি আমি কি মরার জন্য আসছি নাকি যে
সুইসাইড করবো।
তা হটাত আমাকে এত রাতে ফোন করার কারন?
-ক্যান অন্য মেয়ে ফোন দেওয়ার কথা ছিল?
-না।আপনি তো অল টাইমই মিস কল দেন।আজ হটাত
ডাইরেক্ট কল দিলেন তো তাই বললাম।নিশ্চই কোন
বিশাল ব্যাপার ট্যাপার আছে?
-তোরে কি আমি স্বাদে আর কুত্তা বলি।তুই জীকনেও
ভাল হবি না।
তুই এখুনি আমার বাসার সামনে চলে আয়।
-ক্যান?
এখন পারবো না।ফ্রেন্ডের সাথে আছি।তোর
বয়ফ্রেন্ড রে ডাক না?
-ও আসলে কি আর তোরে কইতাম কুত্তা।যদি না
আসিস তবে তোরে কাল পুকুরের জলে চুবামু কইলাম।
রাখলাম আমি।
ডেনজারাস মেয়ে।সো কোন রিক্স না নেওয়াই
উত্তম।
-ওই কুত্তি আমি আসছি।
তুই কই?
-দাড়া আমি আসতেছি।
-ওকে।
-কি রে এত রাতে ডাকলি কেন?
-আইসক্রিম খেতে যাবো তাই।
-এত রাতে?
-হ্যা।এই জন্যই তো তোকে ডাকলাম।একা যেতে
পারবো না তো তাই।
-তুই কি এখনও ছোট আসিস না কি।আর এত রাতে
আইসক্রিম কই পাবি?
-আরে চল তো।যে কোন একটা দোকান তো খোলা
থাকবেই।হাটতে হাটতে পেয়ে যাবো।চলতো তুই।
-ওকে চল।
-কত দুর তো আসলাম একটা দোকানও খোলা নেই।চল
ফিরে যাই।
-আছে।ওই দেখ সামনে একটা দোকান খোলা আছে।
চল চল।
নে টাকা দে।(আফছানা)
-আমার কাছে নেই।
আর আমি কি আইসক্রিম খাইতে চাইছিলাম না কি? -
ভাইয়া ও টাকা দেবে।
-মামা দিয়ে দাও।
সারা জীবন তো তোমাকেই দিতে হবে।এখন থেকেই
দেওয়া প্রাকটিস করো মামা।(দোকানদার)
-এই নেন।
-আহ! দোকনদার যা বললো যদি সত্যি হতো তাহলে
খুব ভাল হতো।
-ওই কুত্তা উনি তো না জেনেই বলেছেন।আর আমার
তো বয়ফ্রেন্ড আছে।
-হুম।যদি ওই বয়ফ্রেন্ডটা আমি হতে পারতাম।
-কত্তো সখ!
তুই আমাকে কোন দিনও পাবি না।সো আমার জন্য
অপেক্ষা না করে অন্য মেয়ে খোজ।
-দেখি কি করা যাই।
আচ্ছা প্রথম প্রেম কেউ ভুলতে পারে না তাই না?
-হ্যা।।প্রথম প্রেম মানুষ সারা জীবন মনে রাখে।
চাইলেও ভুলতে পারে না।জীবনের প্রথম চাওয়াটা
যেমন দামী তেমনা প্রথম প্রেম ও তার জীবনে
তেমনটাই দামী।আর রাফসান আমার জীবনের প্রথম
প্রেম।
-ওই ডায়লগ দেওয়া বন্ধ কর।তোর বাসা চলে আসছে।
-হুম।।
অনেক থ্যাকস দোস্ত।আসি।
-ওকে।।
সকালে ঘুমাচ্ছি এমন সময় আফসানার ফোন।
-ওই কুত্তা কি করিস?
-ঘুমোচ্ছিলাম।
কি হয়েছে বল?
-দোস্ত সমস্যাই পড়েছি।
-কি সমস্যা বল।
-কয়েকটা ছেলে ডিস্টাব করছে।
ওই গুলা যাতে ডিস্টাব না করে সেই ব্যাবস্থা করতে
হবে।
-ওকে।।আসছি।।
-দোস্ত ওই গুলারে যা দিলি না।আর জীবনেও কোন
মেয়েকে ডিস্টাব করতে সাহস পাবে না।
-হুম।।
-দোস্ত ওই মেয়েটাকে দেখ।
-কোথাই?
-তোর পিছনে দেখ।কত্তো কিউট মেয়েটা।তোর
সাথে দারুন মানাবে।
-দুরো।।কেমন জানি দেখতে।এই মেয়েকে তোর পছন্দ
হলো?
-তোর চোখে সমস্যা আছে।
ডাক্তার দেখা বুঝলি?
কেমন মেয়ে তোর পছন্দ বলতো?
-ঠিক তোর মতো।
-দোস্ত এটা সম্ভব না।তুই আমাকে ভুলে যা।
-আচ্ছা তুই বলেছিলি না যে জীবনের প্রথম প্রেম
কেউ ভুলতে পারেনা।সারা জীবন মনে রাখে।
চাইলেও ভুলতে পারে না।
তাহলে আমি কিভাবে ভুলবো বল?
-দোস্ত আমার রাফসানের সাথে দেখা করার কথা
আছে।আমি আজ উঠলাম।
আসলেই পৃথিবীটাই গোল।কেমন যেন একটা চক্রের
মতো। যেখানে সবার ভালবাসা পূর্নতা পাই না।আর
সেই অপূর্ন ভালবাসার মধ্যে না হয় আমার ভালবাসা
ও অপূর্ন থাকুক।
.
লেখা :- নামহীন মানব (Ashik AHMED sHagor)
Repost:হেমন্তে বর্ষায় আমি