Forums.Likebd.Com

Full Version: Picsart সফটওয়্যার এর একটি চরম ব্যবহার শিখে নিন।
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আমি যেই পোস্ট করতেছি এটা কারো থেকে কপিও করা না
আবার কারো থেকে শিখিও নি। সম্পূর্ণ নিজে লিখছি। হঠাৎ
করেই একটি ফাংশন দেখে আইডিয়া মাথায় চলে এলো। আর
লিখে ফেললাম। সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগবে
এবং কাজে আসবে।
.
[ বি:দ্র: অনেকের জানা থাকতে পারে। তাই বলে অন্যকে
জানা থেকে বঞ্চিত করবেন না ]
.
.
.
অনেক বকবক করলাম। এবার কাজের কথায় আসি।
.
.
.
আমরা ফটো ইডিটের জন্য Picsart .Apk সফটওয়ার টি
ব্যবহার করে থাকি। আজ এর একটি চরম ব্যবহার
দেখবো।
.
.
.
প্রথমে @PicsArt সফটওয়ার টি ইনসটল দিন। তারপর
ভিতরে ঢুকে কোনো ফটো নির্বাচন করুন।
.
.
এবার Text অপশন বাছুন।
.
.
.
এখন ভিতরে ডুকবেন না। ( আসলে এই কাজটি পরে করলেও
চলে।
.
.
.
.
.
এবার ডাটা কানেকশন অন করে WEB PAGE PUBLICITY
সাইটে যান। এবার দেখুন অনেক ফন্ট আছে।
.
.
যেটা পছন্দ সেটা তে ক্লিক করুন। দেখুন ডাউনলোড হবে।
.
*আগেই ডাউনলোডে ক্লিক করবেন না।*
.
“Download” অপশন চেঞ্জ করে SD Card > Picsart >
Fonts দিয়ে ওকে করুন। (আপনি যদি মেমোরির Picsart
এর। Fonts নামের ফোল্ডারে [ .TTF ] ফাইল রাখেন তবে
কাজটি খুব সহজ হবে)
.
.
.
.
[ এবার “Download” এ ক্লিক করুন। দেখুন মেমোরি
কার্ডের Picsart এর Fonts ফোল্ডারে জমা হয়েছে সব
.TTF ফাইলগুলো। ]
.
.
.
.
এবার আপনার Picsart সফটওয়ার এ ঢুকে দেখুন ম্যাজিক।
.
.
.
.
[যত ফন্ট ডাউনলোড দিবেন ততই ফন্ট যোগ হব