Forums.Likebd.Com

Full Version: কম্পিউটার বন্ধ হয়ে যাবে নিজে থেকেই
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সয়ঙ্কিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে পারেন খুব
সহজেই । এজন্য প্রথমে কাঙ্খিত সময়টিকে সেকেন্ডে
হিসাব করুন। যেমন ১৫ মিনিট = ৯০০ সেকেন্ড। এবার
কম্পিউটারের ডেস্কটপে গিয়ে ডান মাউস বাটন
ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন নতুন । এবার নতুন
উইন্ডোতে টেক্সট বক্সে SHUTDOWN- s – t 900
লিখুন।
এর ৯০০ নাম্বার টি হল যত সেকেন্ড পর কম্পিউটার
বন্ধ করতে চান সেটা।
এবার Next চাপ দিয়ে , ফিনিশ করে বের হয়ে আসুন।
এখন ডেস্কটপে SHUTDOWN নামে একটি শর্টকাট
ফাইল তৈরি হবে । এবার এই শর্টকাট এ ক্লিক করলে
১৫ মিনিট পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
আপনি ইচ্ছা করলে এখানে s এর জাগায় r লিখলে
নিদিষ্ট সময় পর কম্পিউটার Restart করতে পারবেন
সবাইকে ধন্যবাদ ।