Forums.Likebd.Com

Full Version: মশা, তেলাপোকা, বিড়াল এবং মুরগির মজার Facebook
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মশা, তেলাপোকা,

বিড়াল এবং মুরগির

মজার

Facebook

স্ট্যাটাস !



তেলাপোকাঃ হা হা হা

এইমাত্র এক

মাইয়্যার

ঘাড়ে উড়াল

দিয়া বসছিলাম

কি জোরে এক

চিল্লান দিলো রে

উফফ

আরেকটু

জোরে চিল্লান

দিলে আমি হার্ট

এটাক করতাম

feeling- বাম

কানে শুনতে পাচ্ছি না...!!!



বিড়ালঃ আজ

মনটা ভীষণ

খারাপ

কখনও

ভাবিনি আমাকে কোনদিন

এমন প্রশ্নের

মুখোমুখি হতে হবে।

আজ আমার ৪

নাম্বার

বাচ্চা জিজ্ঞাসা করেছে তার

বাপ

কে ??? আমি কোন

উত্তর

দিতে পারিনি...feeling-Sad



মশাঃ ফ্রেন্ডস

আমি হয়তো আর

বাঁচবো না... এক

লুইচ্চা শালার

রক্ত

খাইতে গিয়া আজ

আমি এইডস

রোগে আক্রান্ত।

ওই শালার

রক্তে যে HIV

আছে,

আমি সত্যি জানতাম

না..... যাবার

আগে সব

মশাদের

উদ্দেশ্যে বলছি--

"বাঁচতে হলে জানতে হবে"।



মুরগিঃ ফ্রেন্ডস---

খুব ভয়ে আছি

আজ

অনেকক্ষণ

চেষ্টা করেও ডিম

পাড়তে পারিনি।

কিছুদিন যাবৎ

কি যেন

হয়েছে... আমার

ডিম আসছে না,

এবার মনে হয়

মালিক

আমাকে জবাই

করে ফেলবে

.......feeling......কিছুক্ষন পর রোস্ট