Forums.Likebd.Com

Full Version: [উপদেশমূলক গল্প] বিনা চেষ্টায় লাভ (ঈশপের গল্প)
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
একটা হরিন নিয়ে এক সিংহ আর ভালুকের মধ্যে এমন লড়াই হলো যে দুই জনই রীতিমত জখম হয়ে পড়ল, নড়বার শক্তি রইলনা কারোরই, একেবারে সংজ্ঞাহীন মৃত প্রায়। এক শিয়াল ঐ পথ দিয়ে যেতে যেতে দুই মহাবীরের ঐ অবস্থা দেখে এবং একটা হরিন দুইজনের মাঝে পড়ে থাকতে দেখে
সে সেটা কামড়ে ধরে হাটাঁ দিল। উথান শক্তি রহিত এরা দুজন তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, -ভাগ্য আর কাকে বলে, হরিণটার জন্য আমরা লড়াই করে মরলাম, আর কিছু না করে সেটা পেয়ে গেল
একটা শিয়াল।
উপদেশঃ নিজেদের পরিশ্রমলব্ধ ধন যখন নিজেদের ভোগে না এসে নিস্করমা অপরের ভোগে লেগে যায় তখন সেটা দুঃখের কারন হয়ে দাঁড়ায় বই কি!