Forums.Likebd.Com

Full Version: কোন গোলাপ কীসের প্রতীক জানেন?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
প্রেম নিবেদন করতে, শুভেচ্ছা জানাতে, মান ভাঙাতে বা শ্রদ্ধা জ্ঞাপনে, গোলাপ আমাদের সব মুহূর্ত, সব অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রকৃতিও বিভিন্ন অনুভূতির জন্য নানা রঙের গোলাপে ভরিয়ে দিয়েছে।



জেনে নিন কোন গোলাপ কীসের প্রতীক-



# লাল গোলাপ: সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।



# গোলাপি গোলাপ: ভালবাসা, কৃতজ্ঞতা স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।



# সাদা গোলাপ: সাদা গোলাপ নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। কাউকে মিস করলে আপনি তাকে সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।



# কমলা গোলাপ: কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।



# হলুদ গোলাপ: হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।



# পার্পল গোলাপ: পার্পল রং র‌য়্যালিটির প্রতীক। পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টি। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় পার্পল গোলাপ।



# পিচ গোলাপ: এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।