Forums.Likebd.Com

Full Version: বাথরুমে গেলে দরজা খোলা রাখবে: ছাত্রীদেরকে কলেজ কর্তৃপক্ষের নির্দেশ!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
নারী দিবসের আগে মহিলাদের প্রাথমিক স্বাধীনতায় হস্তক্ষেপের নজিরবিহীন ঘটনা ঘটল ভারতের কেরালার একটি কলেজে। কলেজ কর্তৃপক্ষের 'তুঘলকি' নির্দেশ, ছাত্রীরা হোস্টেলে পোশাক পরিবর্তনের সময় দরজা লক করতে পারবে না। এমনকি কোনও সময়ই হোস্টেলের ঘরের দরজা ভিতর থেকে খিল দিতে পারবে না ছাত্রীরা। খবর ইন্ডিয়া টাইমসের।



ঘটনাটি কোল্লামের উপাসনা কলেজ অফ নার্সিং-এর। কলেজ কর্তৃপক্ষের এহেন নির্দেশের পরই তীব্র প্রতিবাদ শুরু করেছেন ছাত্রীরা। ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ মনে করে, হোস্টেলে ছাত্রীরা দরজা বন্ধ করে সমপ্রেম কার্যকলাপ করে। তাই সব সময় দরজা খুলে রাখলে সমপ্রেম বন্ধ হবে।



ছাত্রীদের আরও দাবি, কলেজের প্রিন্সিপাল নাকি বলেছেন, 'হোস্টেলের ছাত্রীরা দরজা বন্ধ করে শুধু মোবাইল ফোনে কথা বলার জন্য কিংবা সমপ্রেম করার জন্য।' কর্তৃপক্ষের এহেন বিচিত্র দাবিতে, তাজ্জব সকলেই। একজন প্রাপ্তবয়স্ক দরজা বন্ধ করে নিজের ঘরে কী করবে আর কী না করবে, তা কি কলেজ ঠিক করে দেবে? উঠছে প্রশ্ন। কলেজের সব ছাত্রীরা একত্র হয়ে প্রিন্সিপালের পদত্যাগ চাইছেন। চলছে তুমুল বিক্ষোভ।