Forums.Likebd.Com

Full Version: ওয়াইফাই সংযোগসহ জীবন্ত এক ব্যক্তিকে কবরে দাফন!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আয়ারল্যান্ডের ডাবলিনে ওয়াইফাই সংযোগসহ জীবন্ত অবস্থায় এডওয়ার্ড নামের এক ব্যক্তিকে কফিনে ভরে তিনদিনের জন্য কবরে দাফন করা হয়। তার সঙ্গে সেই কফিনে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, একটি বালিশ ও একটি লেপ।



সমাহিত করার আগে এডওয়ার্ড তার স্ত্রীর কপালে চুম্বন করেন। পরে স্বামীর সমাধির সঙ্গে ছবি তোলেন তার স্ত্রী। খবর ডেইলি মেইলের।



ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের সেই প্রতিবেদনে বলছে, জন এডওয়ার্ড নামের ওই ব্যক্তি মাদকাসক্ত, আত্মহত্যার চেষ্টাকারী ও আহার বিশৃঙ্খলায় ভুগতে থাকা ব্যক্তিদের নতুন জীবন শুরুর প্রতি সচেতনতা তৈরি করতে এ স্ট্যান্ট করছেন।



এডওয়ার্ড অতীতে মাদকাসক্ত ছিলেন। এতে তিনি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তিনি ক্যান্সারের সঙ্গে লড়েছেন অন্তত দুবার, হেপাইটাইটিস সি আক্রান্ত ছিলেন ও লিভার ট্রান্সপ্লান্ট করেছেন একবার।



২৩ বছর আগে মাদক ছেড়ে দেওয়া এডওয়ার্ড বলেন, "আমার পরিকল্পনা হলো তারা সেখানে যাওয়ার আগেই তাদের সঙ্গে কথা বলা এবং আশান্বিত করা। "



গত বুধবার তাকে তিনদিনের জন্য কবরস্থানে দাফন করা হয়। ইতোমধ্যে কবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একবার লাইভ করেছেন তিনি।