Forums.Likebd.Com

Full Version: ৮ বছর ধরে হেঁচকি, অবশেষে মুক্তি!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অবশেষে টানা ৮ বছরের 'হেঁচকি' থেকে মুক্তি পেলেন এক নারী। এ দীর্ঘ সময় পর আবিষ্কার হলো, একটি বিশেষ পেশির কারণে তার হেঁচকি উঠতো। এ অবস্থা থেকে কোনভাবেই মুক্তি পাচ্ছিলেন না।



২০০৮ সালে এ অবস্থা ধরতে পারেন চিকিৎসকারা। ওই নারীর নাম ড্যানিয়েলে কির্কল্যান্ড। একটি বিশেষ পেশির কারণে প্রতিঘণ্টায় তা হেঁচকি উঠতো। বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞের কাছে দৌড়াদৌড়ি করেও মুক্তি পাননি। কেউ-ই তাকে সহায়তা করতে পারেনি।



২০১৩ সালে কির্কল্যান্ড এক বিশেষ ওষুধের সন্ধান পেলেন। 'টিজানিডাইন' নামের ওই ওষুধের কাজ হলো পেশিকে আরাম দেওয়া। এই ওষুধ গ্রহণ শুরু করলেন তিনি। পরে ধীরে ধীরে উপকার পেতে থাকেন। এই ওষুধটিই তাকে হেঁচকি থেকে মুক্তি দিয়েছে বলে মনে করেন।



পরে মেট্রো নিউজকে কির্কল্যান্ড জানান, ওষুধ গ্রহণের পরও আমার হেঁচকি উঠতে থাকে। কিন্তু ধীরে ধীরে মুক্তি পেয়েছি। এটি আর আমার জীবনটাকে পেরেশানি দিচ্ছে না।



তবে এখনো মাঝে মাঝে হেঁচকি ওঠে। তবে সব মানুষেরই মাঝে মাঝে হেঁচকি ওঠে। এখন হলে আমি এক ঘণ্টা পর এসিড নিউট্রালাইজার বা চিনি খাই। এতে বেশ উপকার মেলে।



সূত্র: এমিরেটস