Forums.Likebd.Com

Full Version: Origami Ninja Star★★অরিগামি নিঞ্জা স্টার ★
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
[Image: v6n6oi.jpg]

[Image: zrhjb.jpg]

Ninja Star তৈরি করতে ৮ টি বর্গ সাইজের কাগজ লাগবে। কাগজ দিয়ে ৮ টি ওরিগামি পিচ তৈরি করতে হবে।

চলুন শুরু করা যাক।

[Image: 346luvc.jpg]

১/ বর্গাকার কাগজ কে আড়াআড়ি ভাজ করে নিন।

[Image: 2qnw8t0.jpg]

২/এর পর সমান মাঝে একটি ভাজ দিন।

[Image: 34oedk4.jpg]

৩/কাগজ এর দুই কোনা কে মাঝে এনে আবার ভাজ দিন।

[Image: 10fw0hc.jpg]

৪/ কাগজ টিকে আবার ভাজ করি মাঝ বরাবর।

[Image: 3005zjs.jpg]
[Image: 1znrh5e.jpg]
৫/ উপড়ের ছবির মত করে ভাজ দিয়ে ৮ টি অরিগামি পিচ তৈরি করি।

[Image: 29z1teo.jpg]

৬/ এখন দুইটি অরিগামি পিচ নিয়ে একটির মাঝে আরেকটি রাখি।

[Image: 14a5fn.jpg]

৭/ কোনা দুইটি কে অন্যটির মাঝে ভাজ করে দেন।

৮/ এভাবে ৮ টি অরিগামি পিচ যোড়া দিন।
বেস হয়ে গেল একটা সুন্দর একটি Ninja Star.
আমাদের ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমেও শিখতে পারেন।

YouTube Video



https://youtu.be/tyXmw6naTSo
হাতে কলমে, category te post korun
thik ache vai