03-13-2017, 11:17 PM
Ninja Star তৈরি করতে ৮ টি বর্গ সাইজের কাগজ লাগবে। কাগজ দিয়ে ৮ টি ওরিগামি পিচ তৈরি করতে হবে।
চলুন শুরু করা যাক।
১/ বর্গাকার কাগজ কে আড়াআড়ি ভাজ করে নিন।
২/এর পর সমান মাঝে একটি ভাজ দিন।
৩/কাগজ এর দুই কোনা কে মাঝে এনে আবার ভাজ দিন।
৪/ কাগজ টিকে আবার ভাজ করি মাঝ বরাবর।
৫/ উপড়ের ছবির মত করে ভাজ দিয়ে ৮ টি অরিগামি পিচ তৈরি করি।
৬/ এখন দুইটি অরিগামি পিচ নিয়ে একটির মাঝে আরেকটি রাখি।
৭/ কোনা দুইটি কে অন্যটির মাঝে ভাজ করে দেন।
৮/ এভাবে ৮ টি অরিগামি পিচ যোড়া দিন।
বেস হয়ে গেল একটা সুন্দর একটি Ninja Star.
আমাদের ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমেও শিখতে পারেন।
YouTube Video
https://youtu.be/tyXmw6naTSo