Forums.Likebd.Com

Full Version: নদীরও প্রাণ আছে : আদালতের রায়!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
নদীরও প্রাণ আছে : আদালতের রায়!
হিন্দুদের কাছে গঙ্গা নদী মায়ের মতোই৷ ভারতে দেবী হিসেবে এ নদীর পুজার প্রথা দীর্ঘদিনের৷ এবার গঙ্গা নদীকে প্রাণী হিসেবে স্বীকার করার পক্ষে রায় দিল আদালতও৷ ভারতের উত্তরাখণ্ড হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল, দেশের প্রথম প্রাণ নদী গঙ্গাই৷ একই সঙ্গে যমুনা নদীকেও প্রাণ বা জীবিত ব্যক্তির স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷



সম্প্রতি এক রায়ে উত্তরাখণ্ড হাই কোর্ট জানিয়ে দিয়েছে গঙ্গা ও যমুনা নদীও ব্যক্তির স্বীকৃতি পাবে৷ এদেশে প্রথম প্রাণী হিসেবে গঙ্গাকেই চিহ্নিত করেছে আদালত৷ এর আগে উত্তরাখণ্ড সরকার কেন্দ্রকে গঙ্গা নিয়ে তুলোধোনা করেছিল৷ জানিয়েছিল, গঙ্গাকে পরিষ্কার করার বিষয়ে সঠিক ভূমিকা পালন করা হচ্ছে না৷ বিলুপ্ত সরস্বতী নদীকে খোঁজার প্রয়াসকে একহাত নিয়েছিল আদালত৷



বলা হয়েছিল, যে নদী নেই তাকে খোঁজ করার চেষ্টা হচ্ছে৷ অথচ যেটি আছে তার স্বচ্ছতার দিকে নজর দেওয়া হচ্ছে না৷



তারপরই এল এই নয়া রায়৷ যেখানে বলা হল, গঙ্গা ও যমুনা নদীকেও প্রাণ হিসেবেই গণ্য করা হবে৷ আগামী প্রজন্মের জন্য গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে এ কথাও জোর দিয়ে জানিয়েছে আদালত৷



এই ধরনের ঘটনা যে একেবারে বিরল তা নয়৷ এর আগে নিউজিল্যান্ডের ওয়াংনুই নদীকেও এই স্বীকৃতি দেওয়া হয়েছিল৷ বিশ্বের মধ্যে প্রথম এই নদীই প্রাণের স্বীকৃতি পেয়েছিল৷ আর এবার পেল গঙ্গা ও যমুনা।
FacebookTwitterGoogleplusPint