03-21-2017, 11:00 AM
আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা!
আর্জেন্টিনার উত্তরে ভিক্টোরিয়া শহর। বছর চারেক আগে বসেছিল বিয়ের আসর। সাদামাটা রেজিস্ট্রি ম্যারেজ। তাতেও ভিড়ের মধ্যে নতুন বরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন কনে। কারণ নতুন বর যে অন্তঃসত্ত্বা!
তাই বর অ্যালেক্সিজকে নিয়ে চিন্তার শেষ নেই কনে ক্যারেনের। আসলে এরা দুজনই ট্রান্সজেন্ডার। অ্যালেক্সিজ জন্ম থেকে মেয়ে। আর ক্যারেন ছেলে। কিন্তু দুজনই বিপরীত লিঙ্গের মানুষ হতে চান। জেনেশুনেই এগিয়ে গেল সম্পর্ক।
সেই সম্পর্কের মধ্যেই অন্তঃসত্ত্বা হলেন অ্যালেক্সিজ। গর্ভে বড় হতে লাগল ক্যারেনের ঔরসজাত সন্তান। সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন। মনের সাধকে সায় দিয়ে অ্যালেক্সিজ বর এবং ক্যারেন কনে হিসেবে বিয়ের আসরে এলেন। বিয়ে করলেন।
আটকায়নি আইন। কারণ আর্জেন্টিনাই প্রথম লাতিন আমেরিকান দেশ যেখানে ২০১০ সালে আইনি স্বীকৃতি দেওয়া হয় সমলিঙ্গ বিবাহকে। ২০১২ সালে পাস হয় আইন।
সূত্র : ইন্টারনেট
আর্জেন্টিনার উত্তরে ভিক্টোরিয়া শহর। বছর চারেক আগে বসেছিল বিয়ের আসর। সাদামাটা রেজিস্ট্রি ম্যারেজ। তাতেও ভিড়ের মধ্যে নতুন বরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন কনে। কারণ নতুন বর যে অন্তঃসত্ত্বা!
তাই বর অ্যালেক্সিজকে নিয়ে চিন্তার শেষ নেই কনে ক্যারেনের। আসলে এরা দুজনই ট্রান্সজেন্ডার। অ্যালেক্সিজ জন্ম থেকে মেয়ে। আর ক্যারেন ছেলে। কিন্তু দুজনই বিপরীত লিঙ্গের মানুষ হতে চান। জেনেশুনেই এগিয়ে গেল সম্পর্ক।
সেই সম্পর্কের মধ্যেই অন্তঃসত্ত্বা হলেন অ্যালেক্সিজ। গর্ভে বড় হতে লাগল ক্যারেনের ঔরসজাত সন্তান। সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন। মনের সাধকে সায় দিয়ে অ্যালেক্সিজ বর এবং ক্যারেন কনে হিসেবে বিয়ের আসরে এলেন। বিয়ে করলেন।
আটকায়নি আইন। কারণ আর্জেন্টিনাই প্রথম লাতিন আমেরিকান দেশ যেখানে ২০১০ সালে আইনি স্বীকৃতি দেওয়া হয় সমলিঙ্গ বিবাহকে। ২০১২ সালে পাস হয় আইন।
সূত্র : ইন্টারনেট