Forums.Likebd.Com

Full Version: তৈরি করুন Text/Image এর Gif ফাইল (কাজের টিউন)
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
example
আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব/ব্লগ সাইটে দেখতে পাই যে লেখার কিছু Gif ফাইল যেমন লেখা থেকে আগুন বাহির হইতেছে আবার অনেক লেখা দেখি লেখার মধ্যে বিভিন্ন কালার ঝিকিমিকি করে, আবার কিছু ব্লগ/ওয়েব সাইটে দেখতে পাই যে ছবির একটার পর একটা এনিমেশন হয়। মাঝে মাঝে চিন্তা করতাম এটা কিভাবে করা যায়, হঠ্যা একটি ওয়েব সাইট পেয়ে গেলাম যেখানে সুন্দর সুন্দর লেখার/ছবির Gifফাইল তৈরি করা যায় এবং ব্লগ/ওয়েব সাইটে ও দেওয়া যায়।

তাহলে চলুন এই লেখার Gif ফাইল কিভাবে তৈরি করতে হয় সফটওয়ার ছাড়া তার নিয়ম শিখে নিই।

প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি পেইজ আসবে।

এবার Image Text বক্স যে লেখাকে এনিমেশন করতে চান সে লেখাটা লিখুন আমি টেকটিউনস লিখলাম। আপনারা যে কোন লেখা লিখতে পারেন।
এবার Image Text বক্স লেখার পর Align বক্স থেকে পজিশন, Font Size থেকে Font sizeসিলেক্ট করুন এবং Broder থেকে বর্ডার সিলেক্ট করুন।
তারপর Make gilitter ক্লিক করুন তাহলে নিচের মত একটি বক্স আসবে।



এবার সেভ করতে হলে Save this animationএ ক্লিক করুন আর সেভ করে রাখুন।

এবার আমরা দেখব কিভাবে ছবিকে এনিমেশন করতে হয় তার নিয়ম একই নিয়ম তবুও বলছি প্রথমে এখানে ক্লিক করুন তাহলে আগের মত একটি বক্স আসবে।



এখন Upload Pictures এ ক্লিক করুন তাহলে নিচের মত আরেকটি বক্স আসবে।



এবার Browse বাটনে ক্লিক করে আপনার ছবি দেখিয়ে দিন যে ছবি দিয়ে এনিমেশন তৈরি করবেন।

পরিশেষে Create animation এ ক্লিক করুন তারপর সেভ করে দেখুন কেমন হয়েছে আপনার ছবি।

বিঃদ্রঃ ছবি গুলো আপলোড করার আগে ফটোশপে একই মাপের তিনটি ছবি নিয়ে সেভ করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
সফটওয়ার ছাড়া তৈরি করুন Text/Image এর Gif ফাইল (কাজের টিউন)