05-24-2017, 11:17 PM
প্রশ্ন : সর্বপ্রথম কোরআনের কয়টি আয়াত নাজিল হয়?
উত্তর : সর্বপ্রথম কোরআনে কারিমে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছিল। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়া নিয়ে আলেমদের যে বক্তব্য পাওয়া গিয়েছে, জামালউদ্দীন আল-সুয়ুতী তাঁর ‘ইতকান’-এর মধ্যে উল্লেখ করেছেন, একাধিক রেওয়ায়েতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সর্বপ্রথম সুরাতুল-আলাক (ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক)-এর প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন
উত্তর : সর্বপ্রথম কোরআনে কারিমে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছিল। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়া নিয়ে আলেমদের যে বক্তব্য পাওয়া গিয়েছে, জামালউদ্দীন আল-সুয়ুতী তাঁর ‘ইতকান’-এর মধ্যে উল্লেখ করেছেন, একাধিক রেওয়ায়েতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সর্বপ্রথম সুরাতুল-আলাক (ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক)-এর প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন