Forums.Likebd.Com

Full Version: মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
দরকারি ফাইল ডিলিট হয়ে গেছে মোমরি কার্ড থেকে? চিন্তা নেই। ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব।
❏ এ জন্য প্রথমেই – http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফরম্যাট করা কার্ডটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।
❏ এবার সফটওয়্যারটি রান করে নেক্সট বাটনে ক্লিক করুন। এর ফলে নতুন একটি পপ-আপ বক্স খুলে যাবে। যে ফাইলটি আপনি রিকভার করতে চান, সেটা কী ধরনের ফাইল ছিল, সেই অপশনে ক্লিক করুন। ইমেজ হলে ইমেজ ফাইল। পি ডি এফ হলে পিডিএফ।
❏ তারপরে ‘In a specific location’ ক্লিক করে মোমোরি কার্ডটি সিলেক্ট করুন । এর পর Enable a deep scan অপশনে টিক দিয়ে Start ক্লিক করুন। এখন কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার মোমোরি কার্ড থেকে ফরমেট হয়ে যাওয়া ফাইল রিস্টোর হয়ে গেছে ।