Forums.Likebd.Com

Full Version: সকল বন্ধ সিমের অফারগুলো দেখে নিন – Update on : 17/11/2017
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
বর্তমানে চালিতসকল সিমের অফারগুলোদেখে নিন। Update on: 17/11/2017
Grammeenphone বন্ধসিমের অফারঃ গ্রামীনফোন ৫০০এমবি৭দিন ৫টাকা“বন্ধইন্টারনেট” স্পেশাল অফারঃ
সকল প্রিপেইডও পোস্টপেইড গ্রাহকেরজন্য প্রযোজ্যঃ ★অফার চালু করতে ডায়াল করুন, *121*3210#
★৫টাকায়(ভ্যাট, সম্পূরক শুল্কও সারচার্জ অন্তর্ভুক্ত) ★৫০০ এমবিইন্টারনেট এর মেয়াদ৭ দিন।
[বিঃদ্রঃ উল্লেখ্য যে, ১ সেপ্টেম্বর, ২০১৭থেকেইন্টারনেট ব্যবহার না করে থাকা গ্রাহকদের জন্য প্রযোজ্য গ্রাহকগণ অফারটিসর্বোচ্চ১ বার নিতে পারবেন ইন্টারনেট ভলিউম শেষহয়ে গেলে অতিরিক্ত ব্যবহারে .০১টাকা/10KB রেটপ্রযোজ্য হবে।] ★অব্যবহৃত ইন্টারনেট পরবর্তীতে ব্যবহার করা যাবে না। ★ইন্টারনেট ব্যালেন্সজানতে ডায়াল *121*1*4#
———- Banglalink সিমের অফারঃ বাংলালিংক-এরবন্ধ সংযোগেফিরে আসলেই এখন পাবেন দারুণ অফার!৩৯টাকা রিচার্জেকথা বলুন স্পেশাল রেটে, আর তার সাথেপান 10GB পর্যন্তবোনাসইন্টারনেট!
★অফারটিআপনার জন্য প্রযোজ্য কিনা জানতে আপনার বাংলালিংক নাম্বার টাইপকরে এসএমএস করুন4343 নাম্বারে (ফ্রি) ★অফারটিসেই সবপ্রিপেইডএবং কল অ্যান্ডকন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য (আই-টপ আপছাড়া)যারা ১৫ আগস্ট,২০১৭পর্যন্তবা তার আগেথেকেবাংলালিংক সংযোগটি ব্যবহার করেননি। ★বোনাসইন্টারনেটেরঅফারটি সর্বোচ্চ৯ বার উপভোগ করা যাবে,৩৯ টাকা রিচার্জের দিনসহ৯০ দিনের মধ্যে। ★৩৯টাকা প্রথম রিচার্জ করলেইগ্রাহক পাবেন ০.৫ পয়সা/ সেকেন্ড(বাংলালিংক-বাংলালিংক) এবং ১পয়সা/সেকেন্ড (বাংলালিংক-অন্য অপারেটর) স্পেশাল কলরেট এবং 1GB ইন্টারনেট বোনাস। ★বোনাসইন্টারনেট ব্যালেন্সচেক করতেডায়াল *124*5#
★স্পেশাল ট্যারিফ থেকেআনসাবস্ক্রাইব করতেডায়াল *166*39#
——– Airtel বন্ধসিমের অফারঃ এয়ারটেল বন্ধ সিমে/সংযোগে২০জিবি ফ্রিইন্টারনেট ২১ টাকা রিচার্জে!
★১০ জিবি ইন্টারনেট +১০জিবিফেসবুক এয়ারটেল ফিরে আসলেই পাচ্ছো২১ টাকা রিচার্জে১০জিবি ইন্টারনেট এবং১০জিবি ফেসবুকবোনাস। আরো থাকছে৩০পয়সা/ সে.অননেট এবং৬০ পয়সা/ সে.অফনেট কলরেট। ★অফারটিপাবেকিনা জানতে ডায়াল *999# অথবা *222*2# অথবাটাইপ০১৬XXXXXXXXএবংপাঠিয়ে দাও 9000নাম্বারে (ফ্রি)
★MBঅফার দুটির মেয়াদ১০দিন। ★কল রেটেরঅফার দুটির মেয়াদঃ ৩০দিন। ★অফার চেক করার জন্য, ক্রয়েরপর ফিরতিSMS এ জানিয়ে দেবে।
——— Robiবন্ধসিমের অফারঃ রবি বন্ধ সিমঅফার ১বছরফ্রি ইন্টারনেট ! ২৯টাকাঅথবা ১০০টাকারিচার্জেসবচেয়ে কমরেট-এ কথা বলার সুযোগ! ★রবি’তে ফিরে এলেই ২৯টাকা রিচার্জ করে পাচ্ছেন ১ বছর ফ্রি ইন্টারনেট!
ৃ★২৯ টাকা রিচার্জে১মমাসে১ জিবি ফ্রি(মেয়াদ ৭দিন) ★পরবর্তী মাস থেকেযেকোনোডাটা কার্ড/ইজিলোডডাটা প্যাক ক্রয়ে ১জিবি ফ্রি(মেয়াদ ৭ দিন) ★এইঅফারটিআপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে ডায়াল *৮০৫০# বা, “A018xxxxxxxx” অথবা“A <>018xxxxxxxx” লিখে যেকোনরবি নম্বর থেকেফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে। ★অফার চেক করার জন্য, ক্রয়েরপর ফিরতিSMS এ জানিয়ে দেবে।
————- ★পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্তঅফারগুলোচালু থাকবে। [বিশেষদ্রশ্টব্যঃ অফারগুলো সিমের Official সাইটথেকে বাছাই করেছি। কোন কিছু ভুল হলে মাফ করে দিবেন।] ***বুঝতেকোন সমস্যা হলেকমেন্টকরুন।