Forums.Likebd.Com

Full Version: ব্যবধান গড়ে দিচ্ছেন কৌতিনহো, নেইমার নয়
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথি কে? প্রশ্নের জবাবে হয়ত উত্তর আসবে একটাই, নেইমার! তবে ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা বলছেন একটু ভিন্ন কথা। তার মতে, নেইমার না, প্রথম দুই ম্যাচের মতো এবারের টুর্নামেন্টে ব্যবধান গড়ে দেবেন ফিলিপ কৌতিনহো।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে গোল এসেছিল কৌতিনহোর পা থেকেই। শেষ পর্যন্ত অবশ্য ড্র নিয়েই মাঠ ছেড়েছিল ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে একদম শেষ মুহূর্তে গিয়ে গোল করে কৌতিনহোই স্বস্তি ফিরিয়েছেন ডাগআউটে।

দুই ম্যাচে দুই গোল করা কৌতিনহোই ব্রাজিলের ট্রাম্পকার্ড, মানছেন কাকা, ‘নেইমার হয়ত ব্রাজিলের সেরা ফুটবলার। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচে কৌতিনহোই ব্যবধান গড়ে দিয়েছে। গ্রুপটা মোটেও সহজ নয়, গত দুই ম্যাচেই সেটা সবাই বুঝেছে আশা করি। কঠিন ম্যাচের কঠিন সময়ে দলকে স্বস্তি এনে দিয়েছে কৌতিনহো। সামনেও সে এই পারফরম্যান্স ধরে রাখবে এটাই আশা করছি।’

কোস্টারিকার বিপক্ষে কৌতিনহোর গোলের পর ব্রাজিলের দ্বিতীয় গোল এসেছিল নেইমারের পা থেকে। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার গোলের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। কাকা জানালেন, সময়ের সাথে সাথে নেইমারও আগের স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন, ‘তিন মাসের ইনজুরি থেকে ফিরে আসা সহজ নয়, এসবে সময় লাগে। কৌশলের দিক দিয়ে নেইমার কখনোই পিছিয়ে থাকবে না। সে যেন নিজের শতভাগ দিতে পারে এই ব্যাপারে তিতে ও অন্যদের খেয়াল রাখতে হবে। অপেক্ষা করুন, খুব দ্রুতই সে আগের মতো খেলবে।’

দ্বিতীয় রাউন্ডে ওঠার ম্যাচে কাল সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই শেষ ১৬ নিশ্চিত করব তিতের দল।